Horror Films Watching Competition: ভূতের সিনেমা দেখার সাহস রাখেন? এই ১৩ ছবি দেখলে পাবেন প্রায় ১ লক্ষ টাকা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আপনিও যদি ভূতের ছবি (Horror Films) দেখতে ভালোবাসেন, তবে এই খবর আপনারই জন্য। কারণ ভূতের ছবি দেখেই এবার আপনি পেতে পারেন প্রায় ১ লক্ষ টাকা পুরস্কার। (Horror Films Watching Competition)
advertisement
advertisement
মার্কিন অর্থলগ্নিকারী সংস্থা 'ফিনান্সবাজ' (US-based company FinanceBuzz) এই অদ্ভূত সুযোগ এনে দিয়েছে আপনাকে। শুধু সিনেমা দেখাই নয়, সেই ভূতের সিনেমাগুলি (Horror Films) দেখতে পারলে, আপনাকে ১ হাজার ৩০০ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ওই সংস্থার পক্ষ থেকে। (Horror Films Watching Competition)
advertisement
advertisement
প্রতিযোগীকে ১৩টি ভূতের ছবি দেখতে হবে ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিযোগীকে যে সিমেনাগুলি দেখতে হবে সেগুলি হল-- শ, অ্যামিটিভাইল হরর, আ কোয়ায়েট প্যালেস, আ কোয়ায়েট প্যালেস পার্ট ২, ক্যান্ডিম্যান, ইনসিডিয়াস, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট, সিনিস্টার, গেট আউট, দ্য পার্জ, হ্যালোউইন (২০১৮), প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং অ্যানাবেল।
advertisement
advertisement
advertisement