'তেরে নাম'-এর পর, ভূমিকা চাওলা 'রান', 'সিলসিলে', 'দিল যো ভি কাহে'-এর মতো ছবিতে অভিনয় করলেও প্রথম ছবির মতো সাফল্য পাননি তিনি৷ তাঁর বলিউড যাত্রাও খুব সুখকর হয়নি। তাই তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান। ২১ আগস্ট ১৯৭৮ সালে দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন ভূমিকা৷ বলিউডে(ছবি: bhumika_chawla_t/Instagram)
প্রথমবার, যখন ভূমিকাকে সলমনের বিপরীতে 'তেরে নাম'-এ দেখা গিয়েছিল, তখন মনে করা হয়েছিল যে তিনি দীর্ঘ ইনিংস খেলতেই বলিউডে পা রেখেছেন৷ কিন্তু তা হয়নি। অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করেছেন 'রান' ছবিতে। এরপর তিনি 'দিল নে জিসে আপনা কাহা', 'গান্ধি মাই ফাদার', 'দিল জো ভি কাহে', 'সিলসিলে'-এর মতো ছবিতে কাজ করেন। (ছবির ক্রেডিট: ভূমিকা_চাওলা_টি/ইনস্টাগ্রাম)