Arijit Singh Net Worth: পায়ে চটি, বাসে-ট্রেনে যাতায়াত! কত কোটির মালিক গায়ক অরিজিৎ সিং? শুনলে চমকে উঠবেন

Last Updated:
Arijit Singh Net Worth : তিনি একটি গানের জন্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা নেন। যেখানে লাইভ কনসার্টের জন্য প্রায় ১.৫ কোটি চার্জ করেন। তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন। তাঁর ৫৭ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে। এ ছাড়া মুম্বাইয়ে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। দেশ ছাড়াও বিদেশেও লাইভ কনসার্ট করে মোটা টাকা আয় করেন অরিজিৎ।
1/9
বর্তমান সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী তিনি। বাংলা থেকে হিন্দি সর্বত্র তাঁর অবাধ বিচরণ। তাঁর গান শুনে মুগ্ধ হননি দেশে এমন শ্রোতা নেই বললেই চলে। শুধু গান নয়। তাঁর নম্র ব্যবহারও মানুষের মন ছুঁয়ে যায়। তিনি আজও জিয়াগঞ্জের সাধারণ ছেলে।
বর্তমান সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী তিনি। বাংলা থেকে হিন্দি সর্বত্র তাঁর অবাধ বিচরণ। তাঁর গান শুনে মুগ্ধ হননি দেশে এমন শ্রোতা নেই বললেই চলে। শুধু গান নয়। তাঁর নম্র ব্যবহারও মানুষের মন ছুঁয়ে যায়। তিনি আজও জিয়াগঞ্জের সাধারণ ছেলে।
advertisement
2/9
অরিজিৎ সিং মাসে আয় করে থাকেন ৬ কোটি টাকা। তবে সবথেকে ধনী হলেন শ্রেয়া ঘোষাল।
অরিজিৎ সিং মাসে আয় করে থাকেন ৬ কোটি টাকা। তবে সবথেকে ধনী হলেন শ্রেয়া ঘোষাল।
advertisement
3/9
তিনি একটি গানের জন্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা নেন। যেখানে লাইভ কনসার্টের জন্য প্রায় ১.৫ কোটি চার্জ করেন। তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন। তাঁর ৫৭ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে। এ ছাড়া মুম্বাইয়ে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। দেশ ছাড়াও বিদেশেও লাইভ কনসার্ট করে মোটা টাকা আয় করেন অরিজিৎ।
তিনি একটি গানের জন্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা নেন। যেখানে লাইভ কনসার্টের জন্য প্রায় ১.৫ কোটি চার্জ করেন। তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন। তাঁর ৫৭ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে। এ ছাড়া মুম্বাইয়ে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। দেশ ছাড়াও বিদেশেও লাইভ কনসার্ট করে মোটা টাকা আয় করেন অরিজিৎ।
advertisement
4/9
গিটার তাঁর প্রাণ। প্রতিটি গিটার তাঁর এতই প্রিয় যে তাদের নামকরণ করেন তিনি। তাঁর কাছে প্রতিটি গিটারলন্তানের মতো। ঝোরা, ঝিলিক, মিঠি- এমন সব নাম লেখা থাকে।
গিটার তাঁর প্রাণ। প্রতিটি গিটার তাঁর এতই প্রিয় যে তাদের নামকরণ করেন তিনি। তাঁর কাছে প্রতিটি গিটারলন্তানের মতো। ঝোরা, ঝিলিক, মিঠি- এমন সব নাম লেখা থাকে।
advertisement
5/9
তাঁর সুরের জাদুতে বুঁদ গোটা দেশ। আর তাঁর গিটারে দেখা যাবে গোটা গোটা বাংলা হরফে লেখা একটা নাম।
তাঁর সুরের জাদুতে বুঁদ গোটা দেশ। আর তাঁর গিটারে দেখা যাবে গোটা গোটা বাংলা হরফে লেখা একটা নাম।
advertisement
6/9
তাঁর গিটারের এই নাম কিন্তু স্ত্রী বা কোনও আত্মীয়ের নাম নয়। ভালবেসেই অ্যাকোয়েস্টিক গিটারের নামকরণ করেন তিনি।
তাঁর গিটারের এই নাম কিন্তু স্ত্রী বা কোনও আত্মীয়ের নাম নয়। ভালবেসেই অ্যাকোয়েস্টিক গিটারের নামকরণ করেন তিনি।
advertisement
7/9
ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন শিল্পী। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল এবং অরিজিৎ। তবে বিয়েতে তেমন কোনও জাঁকজমক ছিল না। একেবারে সাদামাটাভাবেই বিয়ে সারেন তিনি।
ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন শিল্পী। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল এবং অরিজিৎ। তবে বিয়েতে তেমন কোনও জাঁকজমক ছিল না। একেবারে সাদামাটাভাবেই বিয়ে সারেন তিনি।
advertisement
8/9
অরিজিৎ সিংকে শেষবার আহমেদাবাদে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। তাঁর পারফরম্যান্স শেষ করার পরে, অরিজিৎকে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিএমএস ধোনির পা স্পর্শ করতে দেখা গিয়েছে। অরিজিৎ সিংয়ের এই ভঙ্গিমা ইন্টারনেটে বিপুল প্রশংসিত হয়েছে।
অরিজিৎ সিংকে শেষবার আহমেদাবাদে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। তাঁর পারফরম্যান্স শেষ করার পরে, অরিজিৎকে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিএমএস ধোনির পা স্পর্শ করতে দেখা গিয়েছে। অরিজিৎ সিংয়ের এই ভঙ্গিমা ইন্টারনেটে বিপুল প্রশংসিত হয়েছে।
advertisement
9/9
বহু ট্যুরিস্ট মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখতে আসেন। যদিও মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ  দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে। তবে এখন বলিউডের অরিজিৎ সিংয়ের সুরেলা কণ্ঠের ফ্যানরাও সেই বাড়িটি দেখতে আসেন যেখানে কোটিপতি এই সিঙ্গার থাকেন৷
বহু ট্যুরিস্ট মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখতে আসেন। যদিও মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ  দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে। তবে এখন বলিউডের অরিজিৎ সিংয়ের সুরেলা কণ্ঠের ফ্যানরাও সেই বাড়িটি দেখতে আসেন যেখানে কোটিপতি এই সিঙ্গার থাকেন৷
advertisement
advertisement
advertisement