এরই মাঝে নতুন বিতর্ক! জানা গেল, বিয়ের মণ্ডপে পৌঁছতে দেরি না করার জন্য বরযাত্রীকে হুমকি দিয়েছিলেন কনের মা। হংসিকার মা মোনা মোতয়ানি বরপক্ষকে বলেছিলেন, ‘‘আপনাদের কাছে বিনীত অনুরোধ, কাঠুরিয়ারা খুব দেরি করে এবং মোতওয়ানিরা সময়ের প্রতি নিষ্ঠাবান। আপনারা যদি আজ দেরিতে আসেন, তাহলে প্রতি মিনিট দেরি করার জন্য আমাকে ৫ লক্ষ টাকা দিতে হবে। বিকেল ৪:৩০ থেকে ৬টার মধ্যেকার সময়টা অশুভ। তাই অনুরোধ করছি একটু তাড়াতাড়ি আসুন।’’
এই ওয়েব সিরিজেই নায়িকা এ প্রসঙ্গে জানান, সোহেল তাঁর দাদার বন্ধু। বাকি যা যা বলা হচ্ছে, তা মিথ্যে এবং লোকে বাড়িয়ে বলছে বলে অভিযোগ করেন তিনি। দাদার বন্ধু বলে অনেকদিন ধরেই সোহেলের সঙ্গে তাঁর বন্ধুত্ব। হংসিকার কথায়, ‘‘চিরকাল ও আমার আশপাশেই ছিল। তবে হ্যাঁ, আমরা এর আগে অন্যান্য অনেকের সঙ্গে প্রেম করেছি। কিন্তু আমি আর সোহেল চিরকালই খুব ভাল বন্ধু ছিলাম।’’