Hansika Motwani's Wedding: বিয়ের আগে বরের কাছে প্রতি মিনিটের জন্য ৫ লক্ষ টাকা দাবি হংসিকার মায়ের! পর্দাফাঁস

Last Updated:
Hansika Motwani's Wedding: হংসিকার বিয়ের পর শোনা গিয়েছিল, যে বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিলেন, তাঁর প্রাক্তন স্বামীকে ‘চুরি’ করেছেন হংসিকা।
1/8
advertisement
2/8
গত ডিসেম্বর মাসে সোহেল কাঠুরিয়ার সঙ্গে রাজকীয় ভাবে বিয়ে সেরেছেন হৃতিকের সহ-অভিনেত্রী। বিয়ের আসর বসেছিল রাজস্থানের এক প্রাসাদে।
গত ডিসেম্বর মাসে সোহেল কাঠুরিয়ার সঙ্গে রাজকীয় ভাবে বিয়ে সেরেছেন হৃতিকের সহ-অভিনেত্রী। বিয়ের আসর বসেছিল রাজস্থানের এক প্রাসাদে।
advertisement
3/8
তার পর গুঞ্জন রটে, তিনি তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর স্বামীকে বিয়ে করেছেন। তার জেরে কটাক্ষের মুখে পড়তে হয় নায়িকাকে। যদিও নিজেই তার পর একটি সাক্ষাৎকারে পুরো বিষয়টি নিয়ে কথা বলেন। সোহেলের সঙ্গে বন্ধুত্ব যে তাঁর বহুদিনের, সে কথা জানিয়ে তিনি বলেন, কারও সম্পর্কের মাঝে আসেননি তিনি।
তার পর গুঞ্জন রটে, তিনি তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর স্বামীকে বিয়ে করেছেন। তার জেরে কটাক্ষের মুখে পড়তে হয় নায়িকাকে। যদিও নিজেই তার পর একটি সাক্ষাৎকারে পুরো বিষয়টি নিয়ে কথা বলেন। সোহেলের সঙ্গে বন্ধুত্ব যে তাঁর বহুদিনের, সে কথা জানিয়ে তিনি বলেন, কারও সম্পর্কের মাঝে আসেননি তিনি।
advertisement
4/8
এরই মাঝে নতুন বিতর্ক! জানা গেল, বিয়ের মণ্ডপে পৌঁছতে দেরি না করার জন্য বরযাত্রীকে হুমকি দিয়েছিলেন কনের মা। হংসিকার মা মোনা মোতয়ানি বরপক্ষকে বলেছিলেন, ‘‘আপনাদের কাছে বিনীত অনুরোধ, কাঠুরিয়ারা খুব দেরি করে এবং মোতওয়ানিরা সময়ের প্রতি নিষ্ঠাবান। আপনারা যদি আজ দেরিতে আসেন, তাহলে প্রতি মিনিট দেরি করার জন্য আমাকে ৫ লক্ষ টাকা দিতে হবে। বিকেল ৪:৩০ থেকে ৬টার মধ্যেকার সময়টা অশুভ। তাই অনুরোধ করছি একটু তাড়াতাড়ি আসুন।’’
এরই মাঝে নতুন বিতর্ক! জানা গেল, বিয়ের মণ্ডপে পৌঁছতে দেরি না করার জন্য বরযাত্রীকে হুমকি দিয়েছিলেন কনের মা। হংসিকার মা মোনা মোতয়ানি বরপক্ষকে বলেছিলেন, ‘‘আপনাদের কাছে বিনীত অনুরোধ, কাঠুরিয়ারা খুব দেরি করে এবং মোতওয়ানিরা সময়ের প্রতি নিষ্ঠাবান। আপনারা যদি আজ দেরিতে আসেন, তাহলে প্রতি মিনিট দেরি করার জন্য আমাকে ৫ লক্ষ টাকা দিতে হবে। বিকেল ৪:৩০ থেকে ৬টার মধ্যেকার সময়টা অশুভ। তাই অনুরোধ করছি একটু তাড়াতাড়ি আসুন।’’
advertisement
5/8
কিন্তু সেই সমস্যায় পড়তে হয়নি কাউকে। সময় মতো বিয়ের মণ্ডপে পৌঁছে গিয়েছিলেন বর। শান্তিতে বিবাহ সম্পন্ন হয়েছে। আর এই গোটা ঘটনাটি নিজেদের বিয়ের ওয়েব সিরিজে জানিয়েছেন নবদম্পতি। সিরিজের নাম, ‘লাভ শাদি ড্রামা’।
কিন্তু সেই সমস্যায় পড়তে হয়নি কাউকে। সময় মতো বিয়ের মণ্ডপে পৌঁছে গিয়েছিলেন বর। শান্তিতে বিবাহ সম্পন্ন হয়েছে। আর এই গোটা ঘটনাটি নিজেদের বিয়ের ওয়েব সিরিজে জানিয়েছেন নবদম্পতি। সিরিজের নাম, ‘লাভ শাদি ড্রামা’।
advertisement
6/8
সোহেল মুম্বইয়ের নামজাদা ব্যবসায়ী। ১৯৮৫ সাল থেকে তাঁদের জামাকাপড়ের কারখানা থেকে বিভিন্ন দেশে রপ্তানি হয়। পাশাপাশি হংসিকার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের পার্টনারও বটে।
সোহেল মুম্বইয়ের নামজাদা ব্যবসায়ী। ১৯৮৫ সাল থেকে তাঁদের জামাকাপড়ের কারখানা থেকে বিভিন্ন দেশে রপ্তানি হয়। পাশাপাশি হংসিকার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের পার্টনারও বটে।
advertisement
7/8
সোহেল প্যারিসে আইফেল টাওয়ারের নীচে প্রোপোজ করেছিলেন হংসিকাকে। তার পরেই ধুমধাম করে বিয়ে। যদিও বিয়ের পর শোনা গিয়েছিল, যে বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিলেন, তাঁর প্রাক্তন স্বামীকে ‘চুরি’ করেছেন হংসিকা।
সোহেল প্যারিসে আইফেল টাওয়ারের নীচে প্রোপোজ করেছিলেন হংসিকাকে। তার পরেই ধুমধাম করে বিয়ে। যদিও বিয়ের পর শোনা গিয়েছিল, যে বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিলেন, তাঁর প্রাক্তন স্বামীকে ‘চুরি’ করেছেন হংসিকা।
advertisement
8/8
এই ওয়েব সিরিজেই নায়িকা এ প্রসঙ্গে জানান, সোহেল তাঁর দাদার বন্ধু। বাকি যা যা বলা হচ্ছে, তা মিথ্যে এবং লোকে বাড়িয়ে বলছে বলে অভিযোগ করেন তিনি। দাদার বন্ধু বলে অনেকদিন ধরেই সোহেলের সঙ্গে তাঁর বন্ধুত্ব। হংসিকার কথায়, ‘‘চিরকাল ও আমার আশপাশেই ছিল। তবে হ্যাঁ, আমরা এর আগে অন্যান্য অনেকের সঙ্গে প্রেম করেছি। কিন্তু আমি আর সোহেল চিরকালই খুব ভাল বন্ধু ছিলাম।’’
এই ওয়েব সিরিজেই নায়িকা এ প্রসঙ্গে জানান, সোহেল তাঁর দাদার বন্ধু। বাকি যা যা বলা হচ্ছে, তা মিথ্যে এবং লোকে বাড়িয়ে বলছে বলে অভিযোগ করেন তিনি। দাদার বন্ধু বলে অনেকদিন ধরেই সোহেলের সঙ্গে তাঁর বন্ধুত্ব। হংসিকার কথায়, ‘‘চিরকাল ও আমার আশপাশেই ছিল। তবে হ্যাঁ, আমরা এর আগে অন্যান্য অনেকের সঙ্গে প্রেম করেছি। কিন্তু আমি আর সোহেল চিরকালই খুব ভাল বন্ধু ছিলাম।’’
advertisement
advertisement
advertisement