Tollywood Actress: হারালেন অকালেই! অভিনয়ে দর্শকের মন কাড়েন! কিন্তু আজ কী হালে দিন কাটাচ্ছেন বাহা!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tollywood Actress: অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা টলিপাড়াকে। তাহলে হঠাৎ এমন কী হল জনপ্রিয়তার শিখরে আসে পর্দা থেকে হারিয়ে গেলেন সকলের প্রিয় রণিতা দাস (Ranieeta Dash)।
advertisement
advertisement
advertisement
এছাড়াও ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী, অনুশ্রী দাস, অরিন্দম শীল, মাধবী মুখোপাধ্যায়, অনুরাধা রায়, মঞ্জুশ্রী গাঙ্গুলি, দিগন্ত বাগচী সহ একঝাঁক জনপ্রিয় টলি তারকা। ২০১১ সালে স্টার জলসায় শুরু হয়েছিল ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের শুরু থেকেই বাহা এবং অর্চির কাহিনিকে অনেক ভালবাসা দিয়েছিলেন দর্শকরা।
advertisement
advertisement
advertisement
advertisement
তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, মেরুদণ্ডেতে প্রচণ্ড ব্যাথা এবং ওজন বৃদ্ধির কারনেই ইষ্টি কুটুম ছেড়েছিলেন তিনি। অভিনেত্রী এও জানিয়েছেন “ইষ্টি কুটুম ছেড়ে দেওয়া কারণে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল। যদিও পরে সেই কেস মিটে গেছে। কিন্তু তখন ব্যাথা নিয়েও আমি কাজ করেছি। যদি আর ওইভাবে করতাম তাহলে হয়তো মরেই যেতাম।”
advertisement