Guess the Celebrity: দুই ঝুটি, কপালে টিপ! গান থেকে অভিনয়, ছবির এই খুদে এখন মস্ত তারকা, বলুন তো ইনি কে

Last Updated:
Guess the Celebrity: ছবির এই ছোট্ট মেয়ে বর্তমানে টলিউডের অন্যতম সফল গায়িকা। এমনকি জাতীয় পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।
1/6
ছবিতে মা-বাবার সঙ্গে ছোট্ট মেয়ে। দুই ঝুটি, কপালে টিপ। গালে হাত। দেখে কি একটু চেনা চেনা লাগছে? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক।
ছবিতে মা-বাবার সঙ্গে ছোট্ট মেয়ে। দুই ঝুটি, কপালে টিপ। গালে হাত। দেখে কি একটু চেনা চেনা লাগছে? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক।
advertisement
2/6
ছবির এই ছোট্ট মেয়ে বর্তমানে টলিউডের অন্যতম সফল গায়িকা। এমনকি জাতীয় পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।
ছবির এই ছোট্ট মেয়ে বর্তমানে টলিউডের অন্যতম সফল গায়িকা। এমনকি জাতীয় পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।
advertisement
3/6
শুধু গানই নয়, ইতিমধ্যেই অভিনয়েও হাতেখড়ি হয়েছে তাঁর। দেশে-বিদেশে ঘুরে গানের অনুষ্ঠানও করেন তিনি।
শুধু গানই নয়, ইতিমধ্যেই অভিনয়েও হাতেখড়ি হয়েছে তাঁর। দেশে-বিদেশে ঘুরে গানের অনুষ্ঠানও করেন তিনি।
advertisement
4/6
২০২১ সালে এক সঙ্গীতশিল্পীকেই বিয়ে করেন গায়িকা। আপাতত সুখে সংসার তাঁদের। ছবিতে গান গাওয়ার পাশাপাশি তিনি গান শেখান। রিয়্যালিটি শোয়েও বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে।
২০২১ সালে এক সঙ্গীতশিল্পীকেই বিয়ে করেন গায়িকা। আপাতত সুখে সংসার তাঁদের। ছবিতে গান গাওয়ার পাশাপাশি তিনি গান শেখান। রিয়্যালিটি শোয়েও বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে।
advertisement
5/6
 আর নিশ্চয়ই বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে। ছবির এই ছোট্ট মেয়ে বর্তমানের সফল গায়িকা ইমন চক্রবর্তী।
আর নিশ্চয়ই বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে। ছবির এই ছোট্ট মেয়ে বর্তমানের সফল গায়িকা ইমন চক্রবর্তী।
advertisement
6/6
খুব অল্প বয়সেই মাকে হারান ইমন। কিন্তু তাঁর সঙ্গীত সাধনায় বরাবরই আগ্র দিয়েছিলেন সেই মানুষটি। স্মৃতিতে যেন বারবার মাকেই ফিরে পেতে চান গায়িকা। তাই বাবা-মায়ের সঙ্গে শৈশবের একটি ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, 'এই ফ্রেমটা আবার চাই... প্লিজ! প্লিজ!'
খুব অল্প বয়সেই মাকে হারান ইমন। কিন্তু তাঁর সঙ্গীত সাধনায় বরাবরই আগ্র দিয়েছিলেন সেই মানুষটি। স্মৃতিতে যেন বারবার মাকেই ফিরে পেতে চান গায়িকা। তাই বাবা-মায়ের সঙ্গে শৈশবের একটি ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, 'এই ফ্রেমটা আবার চাই... প্লিজ! প্লিজ!'
advertisement
advertisement
advertisement