Ranojoy-Shyamoupti: ‘চূড়ান্ত রোমান্টিক!’ পাহাড়-উপত্যকায় গুড্ডির নায়ক-নায়িকার প্রেম, কোথায় গেলেন রণজয়-শ্যামৌপ্তি

Last Updated:
Ranojoy-Shyamoupti: দু’জনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে একসময়ে। দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দু’জনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ।
1/6
‘গুড্ডি’ সিরিয়ালের পর আবার একসঙ্গে। নতুন রসায়নে রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। পাহাড়ের নৈস্বর্গিক দৃশ্যের মাঝে পর্দার ‘অনুজ’ এবং ‘গুড্ডি’। লাদাখের ল্যান্ডস্কেপে দেখা যাবে নায়ক-নায়িকাকে।
‘গুড্ডি’ সিরিয়ালের পর আবার একসঙ্গে। নতুন রসায়নে রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। পাহাড়ের নৈস্বর্গিক দৃশ্যের মাঝে পর্দার ‘অনুজ’ এবং ‘গুড্ডি’। লাদাখের ল্যান্ডস্কেপে দেখা যাবে নায়ক-নায়িকাকে।
advertisement
2/6
নতুন মিউজিক ভিডিও শ্যুট করলেন রণজয় ও শ্যামৌপ্তি। মুম্বইয়ের পরিচালক সায়ন রায়ের নির্দেশনায় তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল।
নতুন মিউজিক ভিডিও শ্যুট করলেন রণজয় ও শ্যামৌপ্তি। মুম্বইয়ের পরিচালক সায়ন রায়ের নির্দেশনায় তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল।
advertisement
3/6
ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করতেন রণজয়। আর গুড্ডি হিসেবে দেখা গিয়েছিল শ্যামৌপ্তিকে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও দু’জনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।
ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করতেন রণজয়। আর গুড্ডি হিসেবে দেখা গিয়েছিল শ্যামৌপ্তিকে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও দু’জনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।
advertisement
4/6
দু’জনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে একসময়ে। দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দু’জনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ।
দু’জনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে একসময়ে। দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দু’জনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ।
advertisement
5/6
দুই তারকা এখন কাজকেই প্রাধান্য দিতে চান। আপাতত লাদাখের শ্যুটিং শেষ হয়েছে। শিগগিরই মুক্তি পাবে এই মিউজিক ভিডিওটি।
দুই তারকা এখন কাজকেই প্রাধান্য দিতে চান। আপাতত লাদাখের শ্যুটিং শেষ হয়েছে। শিগগিরই মুক্তি পাবে এই মিউজিক ভিডিওটি।
advertisement
6/6
রণজয়ের কথায়, ‘গুড্ডির পর আমাদের অন্যভাবে দেখবে দর্শকেরা। আমার আর শ্যামৌপ্তির প্রথম মিউজিক ভিডিও। চূড়ান্ত রোমান্টিক একটি গান। সেভাবেই শ্যুটও হয়েছে। বলিউডের মেনস্ট্রিম ছবির মতো একেবারেই।’
রণজয়ের কথায়, ‘গুড্ডির পর আমাদের অন্যভাবে দেখবে দর্শকেরা। আমার আর শ্যামৌপ্তির প্রথম মিউজিক ভিডিও। চূড়ান্ত রোমান্টিক একটি গান। সেভাবেই শ্যুটও হয়েছে। বলিউডের মেনস্ট্রিম ছবির মতো একেবারেই।’
advertisement
advertisement
advertisement