Govida-Sunita Divorce: এত প্রেম, এত সুখ সব শেষ! ঘর ভাঙছে গোবিন্দার, ঝুরি ঝুরি অভিযোগে বিদ্ধ করে সুনীতার বিবাহ বিচ্ছেদের আবেদন

Last Updated:
সাংসারিক জীবন একেবারেই ভাল যাচ্ছিল না অভিনেতা গোবিন্দার। সম্প্রতি, নিজের একটি ভ্লগে বিবাহবিচ্ছেদের কথা বলতে শোনা যায় তাঁর স্ত্রী সুনিতা আহুজাকে।
1/6
গোবিন্দ যখন বলেন যে গুলি চালানোর সময় তাঁর স্ত্রী সুনিতা মন্দিরে ছিলেন, তখন শিল্পা হেসে বলেন - তাহলে কে গুলি করেছে? এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই জোরে জোরে হাসতে শুরু করেন।
সাংসারিক জীবন একেবারেই ভাল যাচ্ছিল না অভিনেতা গোবিন্দার। সম্প্রতি, নিজের একটি ভ্লগে বিবাহবিচ্ছেদের কথা বলতে শোনা যায় তাঁর স্ত্রী সুনিতা আহুজাকে।
advertisement
2/6
প্রায় ১০ মাস আগে, বলিউড অভিনেতা গোবিন্দের পায়ে গুলি লেগে আহত হন। বলা হয়েছে, আলমারিতে রিভলবার রাখার সময় গুলিটি বের হয়ে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার পা থেকে গুলিটি বের করে ফেলেন। ঘটনার সময় গোবিন্দ বাড়িতে একা ছিলেন। তার স্ত্রী সুনীতা আহুজা জয়পুরে ছিলেন। ২৯ সেপ্টেম্বর খাটুশ্যম বাবার কাছে গিয়েছিলেন তিনি। ৩০ সেপ্টেম্বর বিকেল ৪.৩০ মিনিটে তিনি মন্দিরে যান। ১ অক্টোবর দুপুর ২টায় মুম্বই যাওয়ার কথা ছিল তার কিন্তু ভোর ৫টার দিকে তিনি গোবিন্দের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানতে পারেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সত্যিই এবার বিবাহবিচ্ছেদের মামলা করেছেন সুনিতা। বান্দ্রা পরিবার আদালতে দায়ের হয়েছে একটি মামলা। রিপোর্ট অনুযায়ী, 'পরকীয়ার' অভিযোগে বিবাহবিচ্ছেদ চেয়েছেন গোবিন্দা-পত্নী।
advertisement
3/6
গোবিন্দ আরও জানান যে দুর্ঘটনার পর শিল্পা শেঠি হাসপাতালে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। শিল্পা শেট্টি হাসতে হাসতে গোবিন্দকে হাসপাতালে জিজ্ঞাসা করেন - 'তোমার গুলি কীভাবে লেগেছিল? গুলি চালানোর সময় সুনিতা কোথায় ছিল?'
হিন্দু বিবাহ আইন ১৯৫৫-এর সেকশন ১৩(১) , (২), ১(ক), ১(খ) ধারায় মামলা দায়ের করেছেন সুনিতা।
advertisement
4/6
তিনি বলেছিলেন যে গত সিজনে যখন তিনি এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি যখন তার পিস্তল পরিষ্কার করছিলেন, তখন দুর্ঘটনাক্রমে একটি গুলি ছোঁড়া হয়েছিল। গুলিটি তার পায়ে লেগেছিল।
গত ২৫ মে কোর্টের পক্ষ থেকে গোবিন্দাকে ডেকে পাঠানো হয়। সুনিতা হাজিরা দিলেও সেখানে হাজিরা দেননি বলিউডের এই নায়ক।
advertisement
5/6
এই সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যে ক্রমাগত মতবিরোধ এবং ভিন্ন জীবনযাত্রার কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও বলা হয়েছিল যে ৩০ বছর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠতা তাঁদের বিচ্ছেদের একটি প্রধান কারণ বলে জানা গিয়েছে। তবে গোবিন্দর টিমের পক্ষ থেকে এই সব জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি নিজের এক ভ্লগে নিজের মনের কথা তুলে ধরেছেন সুনিতা। ছোটবেলা থেকেই মহালক্ষ্মী মন্দিরে যান বলে জানিয়েছিলেন সুনিতা। ওই ভ্লগে তিনি বলেন, "আমি চাইতাম আমার এমন একজনের সঙ্গে বিয়ে হোক যে আজীবন আমাকে সুখে রাখবে। মা আমার কথা শুনেছিল। আমাদের দুই সন্তানও হয়েছিল। কিন্তু, সবসময় জীবনে সবকিছু সহজ হয় না।"
advertisement
6/6
বলিউড তারকা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদের অভিযোগ নিয়ে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে যে সুনীতা ছয় মাস আগে গোবিন্দাকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন। কিন্তু অভিনেতার আইনজীবীর মতে, এই দম্পতি এখন তাদের মতবিরোধ মিটিয়ে ফেলেছেন।
জানা গিয়েছে গোবিন্দার সঙ্গে এক বছর ৩০-এর মারাঠি অভিনেত্রীর ঘনিষ্ঠতা বাড়ে। এরপরেই এই বছরের ফেব্রুয়ারি থেকেই গোবিন্দা-সুনিতার মধ্যে সম্পর্ক ছেদের কথা ক্রমশই বাড়তে থাকে।
advertisement
advertisement
advertisement