বিরাট না অনুষ্কা কার মতো দেখতে ভামিকা? নেটিজেনদের প্রশ্নের উত্তরে যা বললেন পিসি
- Published by:Debalina Datta
Last Updated:
সকলেই জানতে চায় কেমন দেখতে ভামিকা??
ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) -র অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তেয স্ত্রী (Anushka Sharma) কে নিয়ে ইংল্যান্ডে৷ তাঁদের সঙ্গে গেছে খুদে ভামিকাও৷ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য তাঁরা এখন সেখানে৷ বিসিসিআই (BCCI) প্রায় চার মাসের দলকে বিদেশ সফরে পাঠিয়েছে৷ ফলে পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট৷ ব্রিটেন সরকার অনুমতি দেওয়ায় ক্রিকেটাররা পরিবার নিয়ে যেতে পেরেছেন৷ কিন্তু ১১ জানুয়ারি জন্মানো ভামিকা একাধিকবার সফর করে ফেললেও এখনও অবধি বাইরের কোনও ক্যামেরার লেন্স ভামিকাকে দেখতে পায়নি৷ বিরুষ্কার পাঁচ মাসের খুদেকে দেখার জন্য সকলের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ (Instagram)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement