হেমা মালিনীর প্রেমে রাতের ঘুম উড়ে ছিল Sanjeev Kumar-এর, প্রত্যাখ্যান করেছিলেন এই অভিনেত্রীর প্রেমের প্রস্তাব, বুকে যন্ত্রণা চেপে চিরকুমার থাকলেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
তারপরেই চিরকুমার থাকার সিদ্ধান্ত নেন সঞ্জীব কুমার
advertisement
advertisement
advertisement
সঞ্জীব কুমার কখনই কোনও কারও প্রেমে পড়েননি ৷ কিন্তু বলিউডের ড্রিম গার্ল অর্থাৎ স্বপ্নসুন্দরী হেমা মালিনীকে পাগলের মত ভালবাসতেন সঞ্জীব কুমার সঞ্জীব কুমার ৷ মনের সুপ্ত বাসনা গুপ্ত না রেকেই বলেও চিলেন হেমা মালিনীকে (Sanjeev Kumar expresses his love to Hema Malini but Hema Malini did not responded Sanjeev Kumar's love) ৷ ফাইল ছবি ৷
advertisement
কিন্তু সেই সময়ে হেমা মালিনী ধর্মেন্দ্রর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ৷ তাই সঞ্জীব কুমারের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন হেমা মালিনী (Hema Malini rejected the love proposal of Sanjeev Kumar) ৷ তারপর ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ের পরে সঞ্জীব কুমার একা থাকার সিদ্ধান্ত নেন ফলে তিনি অকৃতদার (As a result Sanjeev Kumar made herself as unmarried) থাকেন ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement
মাত্র ২২ বছর বয়সে ৬০ বছরের চরিত্রে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন তিনি ৷ থিয়েটারেই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন সঞ্জীব কুমার ৷ হাম হিন্দুস্তানি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সঞ্জীব কুমার ৷ কিন্তু খিলনা থেকেই আস্তে আস্তে পরিচিতি পেতে থাকেন সঞ্জীব কুমার ৷ মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন সঞ্জীব কুমার ৷ ফাইল ছবি ৷