শরীরের সঙ্গে কামড়ে পোশাক! সানি লিওন থেকে ক্যাটরিনা, নোরা ফতেহি থেকে দিশা পটানি সাদা পোশাকে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
শিল্পা শেট্টি কুন্দ্রা, গহর খানও আগুন ধরিয়েছেন সোশ্যাল মিডিয়ায়
তুমুল গরমে সাধারণ মানুষ এক্কেবরে নাজেহাল হয়ে উঠছেন ৷ মে-জুন মাসে সবারই প্রবল গরমের চোটে নাভিঃশ্বাস উঠে যায় ৷ তবে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি গরমে হালকা রঙের পোশাক সবাইকে আরাম দেয় এই গরমে ৷ বর্তমানে বলিউডের সেলিব্রিটিদের সাদা রঙের পোশাক গরমের বাজারে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷ তালিকায় কে নেই? ক্যাটরিনা, কঙ্গনা, নোরা থেকে সারা ৷ সেই ছবিই কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷