‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন প্রেরণা৷ সেই ঘরোয়া বউ নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় হট অবতারে ছবি আপলোড করেন৷ এবার শ্বেতা তিওয়ারি ফের চর্চায় এলেন নতুন ছবি পোস্ট করে৷ (Image: Instagram) এমন একটি পোশাকে এবার ছবি দিলেন যা একেবারে হঠকে৷ পোশাকের একদিক ছোট ও অন্যদিক বড়৷ সোজা কথায় পোশাকটি অ্যাসিমেট্রিকাল(asymmetrical)৷ (Image: Instagram) অভিনেত্রীর ছবি দেখলে কে বলবে বয়স তাঁর ক্রমশ বাড়ছে৷ (Image: Instagram) শ্বেতার ফিগার একেবারে মারকাটারি৷ (Image: Instagram) সমস্ত ধরণের পোশাকেই একই রকমের বলিউড দুনিয়ার সিরিয়ালের ‘বহু’৷ (Image: Instagram) শ্বেতা তিওয়ারিকে দেখে তাঁর ফ্যানদের একেবারে অবস্থা ক্লিন বোল্ড ৷ (Image: Instagram)