সারা একেবারে বিন্দাস মুডে, সুন্দরীর ‘পাউট’ দেখে কাৎ শুভমান গিল যা করলেন
- Published by:Debalina Datta
Last Updated:
শুভমান গিল(Shubman gill) দিন কয়েক আগেই জানিয়েছিলেন তিনি সিঙ্গল তবুও সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) পোস্ট দেখলে নিজের আবেগকে আটকে রাখতে পারেন না তিনি!
ভারতের উঠতি তারকা শুভমান গিল ও সচিন তেন্ডুলকর কন্যা সারাকে নিয়ে গুপচুপ গসিপ চলতেই থাকে৷ ব্যাট হাতে ভারতীয় দলের বিশ্বাসযোগ্য এই ক্রিকেটার সারা তেন্ডুলকরের সঙ্গে নিয়মিতই টাচে থাকেন৷ তবে গিল ও সারা কেউই নিজেদের সম্পর্কে কোনও মুখ খোলেননি৷ উল্টে শুভমান গিল নিজের সিঙ্গল থাকার দাবি করেছেন৷ কিন্ত সারার সোশ্যাল মিডিয়ার ছবিতে মন্তব্য করা থেকে দূরে থাকতে পারছেন না৷
advertisement
advertisement
advertisement
advertisement