জানেন কি রণবীর-দীপিকার বয়সের পার্থক্য কতটা?

Last Updated:
1/7
• রূপকথার মতো সাজানো বিয়েটা শেষ হয়েও হচ্ছে না ৷ এখনও চলছে তার রেশ ৷ গত শনিবার মুম্বইয়ে ছিল দীপ-বীরের দ্বিতীয় রিসেপশন ৷ রণবীর সিংয়ের বোন রিতিকা ভবনানি, নবদম্পতির জন্য এই গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিলেন ৷
• রূপকথার মতো সাজানো বিয়েটা শেষ হয়েও হচ্ছে না ৷ এখনও চলছে তার রেশ ৷ গত শনিবার মুম্বইয়ে ছিল দীপ-বীরের দ্বিতীয় রিসেপশন ৷ রণবীর সিংয়ের বোন রিতিকা ভবনানি, নবদম্পতির জন্য এই গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিলেন ৷
advertisement
2/7
• সেখানে মণীশ অরোরার ফাঙ্কি পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন রণবীর ৷ আর দীপিকার পরণে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি বাহারি লহেঙ্গা ৷ রণবীর-দীপিকার বিয়ের অন্য অনুষ্ঠানগুলোর থেকে এই অনুষ্ঠানটি ছিল এক্কেবারে ভিন্ন স্বাদের ৷ ভাইব্রেন্ট ছিল এই পার্টি ৷ আর সেই পার্টিতে চুটিয়ে নাচলেন রণবীর ও দীপিকা ৷ পার্টির সেই সমস্ত ছবি এবং ভিডিওই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ৷
• সেখানে মণীশ অরোরার ফাঙ্কি পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন রণবীর ৷ আর দীপিকার পরণে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি বাহারি লহেঙ্গা ৷ রণবীর-দীপিকার বিয়ের অন্য অনুষ্ঠানগুলোর থেকে এই অনুষ্ঠানটি ছিল এক্কেবারে ভিন্ন স্বাদের ৷ ভাইব্রেন্ট ছিল এই পার্টি ৷ আর সেই পার্টিতে চুটিয়ে নাচলেন রণবীর ও দীপিকা ৷ পার্টির সেই সমস্ত ছবি এবং ভিডিওই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ৷
advertisement
3/7
• পার্টির আগে নতুন বৌ দীপিকাকে নিয়ে বেশ সুন্দর একটা ভাষণও দিয়ে ফেললেন রণবীর ৷ বললেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা এখন তাঁর বৌ ৷
• পার্টির আগে নতুন বৌ দীপিকাকে নিয়ে বেশ সুন্দর একটা ভাষণও দিয়ে ফেললেন রণবীর ৷ বললেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা এখন তাঁর বৌ ৷
advertisement
4/7
• গত ছয় বছর ধরে প্রেম করছেন দু’জনে ৷ সেই ‘রামলীলা’র সেট থেকে ঘনিষ্ঠতার সূত্রপাত ৷ দু’জেনর মধ্যে অনেক অমিল থাকলেও মনের মিল হয়েছিল ৷ এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই জানিয়েছিলেন, তিনি খুবই আবেগপ্রবণ মানুষ ৷ কিন্তু রণবীরের সামনে নিজেকে উলঙ্গ করে মেলে ধরতে কখনও অসুবিধা হয়নি ৷
• গত ছয় বছর ধরে প্রেম করছেন দু’জনে ৷ সেই ‘রামলীলা’র সেট থেকে ঘনিষ্ঠতার সূত্রপাত ৷ দু’জেনর মধ্যে অনেক অমিল থাকলেও মনের মিল হয়েছিল ৷ এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই জানিয়েছিলেন, তিনি খুবই আবেগপ্রবণ মানুষ ৷ কিন্তু রণবীরের সামনে নিজেকে উলঙ্গ করে মেলে ধরতে কখনও অসুবিধা হয়নি ৷
advertisement
5/7
• অন্যদিকে, রণবীরও জানিয়েছিলেন তাঁদের মধ্যে জীবনযাত্রার প্রচুর অমিল রয়েছে ৷ দীপিকা অত্যন্ত ডিসিপ্লিনড ৷ তিনি একেবারেই তা নন ৷ তবু দু’জনে মিলেছেন ভালবাসায় আর প্রেমে ৷
• অন্যদিকে, রণবীরও জানিয়েছিলেন তাঁদের মধ্যে জীবনযাত্রার প্রচুর অমিল রয়েছে ৷ দীপিকা অত্যন্ত ডিসিপ্লিনড ৷ তিনি একেবারেই তা নন ৷ তবু দু’জনে মিলেছেন ভালবাসায় আর প্রেমে ৷
advertisement
6/7
• তাঁদের বয়সের পার্থক্যটাও কিন্তু বেশ চোখে পড়ার মতো ৷ মাত্র কয়েকদিনের ছোট-বড় দীপ-বীর ৷ রণবীর জন্মেছেন ১৯৮৫-র ৬ জুলাই ৷ তাঁর বয়স এখন ৩৩ বছর ৷ অন্যদিকে, দীপিকার জন্ম ১৯৮৬-র ৫ জানুয়ারি ৷ তিনি এখন ৩২-এর কোটায় ৷
• তাঁদের বয়সের পার্থক্যটাও কিন্তু বেশ চোখে পড়ার মতো ৷ মাত্র কয়েকদিনের ছোট-বড় দীপ-বীর ৷ রণবীর জন্মেছেন ১৯৮৫-র ৬ জুলাই ৷ তাঁর বয়স এখন ৩৩ বছর ৷ অন্যদিকে, দীপিকার জন্ম ১৯৮৬-র ৫ জানুয়ারি ৷ তিনি এখন ৩২-এর কোটায় ৷
advertisement
7/7
• রণবীরের থেকে মাত্র ১৮৩ দিনের ছোট দীপিকা ৷ অর্থাৎ ৬ মাস ১ দিনের বড় রণবীর ৷
• রণবীরের থেকে মাত্র ১৮৩ দিনের ছোট দীপিকা ৷ অর্থাৎ ৬ মাস ১ দিনের বড় রণবীর ৷
advertisement
advertisement
advertisement