#IPL2020 : মাদকযোগ নিয়ে বোমা ফাটনোর পরেই, গেইলের সঙ্গে বাহুলগ্না শার্লিনের পুরনো ছবি ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন ভাইরাল হওয়া শার্লিন ও গেইলের আদিখ্যেতার ছবি৷
আইপিএল বসেছে সাগর পারের সংযুক্ত আরব আমিরশাহিতে৷ এবারে আইপিএলের রসদ শুধুই ক্রিকেট, গ্যালারি দর্শক শূন্য, নেই চিয়ার লিডারদের উদ্দাম নাচ৷ কিন্তু এই আইপিএলের ক্রিকেট বাজারে বোমা ফাটিয়েছেন বলিউডের বোমা অভিনেত্রী শার্লিন চোপড়া৷ সর্বভারতীয় এক ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলের সঙ্গে এই মাদককাণ্ডে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শার্লিন বলেন, আইপিএল-এও খোলাখুলি মাদক ব্যবহার হয় ৷ তাঁর দাবি, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্রিকেট ম্যাচের পর ক্রিকেটার আর বলিউড স্টারসদের স্ত্রীয়েরা বাথরুমে বসে কোকেন নেন ৷ Photo- Facebook
advertisement
বলিউডে ড্রাগসের ব্যবহারকে কেন্দ্র করে সরগরম দেশ ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট ছাড়াতে গিয়ে আচমকাই সামনে বলিউডের মাদক যোগ ৷ NCB অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর রাডারে দীপিকা থেকে রাকুলপ্রীত সহ মোট ৫০ সেলেব্রিটি ৷ এরই মাঝে বিস্ফোরক অভিযোগ করে বসলেন শার্লিন চোপড়া ৷ বিতর্কপ্রিয় এই মডেল অভিনেত্রীর দাবি, ক্রিকেট ম্যাচেও ড্রাগসের ব্যবহার চলছে ৷ ম্যাচের পর ক্রিকেটার আর বলিউড স্টারসদের স্ত্রীয়েরা বাথরুমে বসে মাদক নেন ৷ Photo-File
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement