এ কেমন মা সানিয়া? বীণা মালিক -সানিয়া মির্জার বাগযুদ্ধে উত্তাল ট্যুইটার

Last Updated:
1/5
সানিয়া মির্জা কী করে বাচ্চাকে নিয়ে রেস্তোঁরায় গেছেন এই প্রশ্ন  তুলে সানিয়াকে ট্যুইট করেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক ৷  Photo- File
সানিয়া মির্জা কী করে বাচ্চাকে নিয়ে রেস্তোঁরায় গেছেন এই প্রশ্ন তুলে সানিয়াকে ট্যুইট করেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক ৷ Photo- File
advertisement
2/5
ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগের দিন শোয়েব মালিক সহ একাধিক পাক ক্রিকেটারের সঙ্গে রেস্তোঁরায় গিয়েছিলেন সানিয়া মির্জা ৷ ভারতের কাছে পাকিস্তান হারের পর এই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ তারপরেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে ৷ Photo Courtesy- Twitter
ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগের দিন শোয়েব মালিক সহ একাধিক পাক ক্রিকেটারের সঙ্গে রেস্তোঁরায় গিয়েছিলেন সানিয়া মির্জা ৷ ভারতের কাছে পাকিস্তান হারের পর এই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ তারপরেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে ৷ Photo Courtesy- Twitter
advertisement
3/5
এরপরেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েন পাক মডেল ও অভিনেত্রী বীণা মালিক ৷ তিনি বলেন কেমন মা সানিয়ে কী করে সন্তানকে এইসব জায়গায় নিয়ে যান ৷ কারণ এই জায়গা বিপদজনক ৷ এর পাশাপাশি আরও বলা হয় তিনি নিজে একজন স্পোর্টস পার্সন হয়ে ম্যাচের আগের দিন খেতে যান ৷ Photo Courtesy- Twitter
এরপরেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েন পাক মডেল ও অভিনেত্রী বীণা মালিক ৷ তিনি বলেন কেমন মা সানিয়ে কী করে সন্তানকে এইসব জায়গায় নিয়ে যান ৷ কারণ এই জায়গা বিপদজনক ৷ এর পাশাপাশি আরও বলা হয় তিনি নিজে একজন স্পোর্টস পার্সন হয়ে ম্যাচের আগের দিন খেতে যান ৷ Photo Courtesy- Twitter
advertisement
4/5
বীণার করা এই তির্যক মন্তব্যের জন্য একেবারেই চুপ থাকেননি  সানিয়া ৷ তিনি লেখেন বাচ্চা কখন ওঠে, কখন খায় এসব নিয়ে এত ভাবেন বীণা ৷ এর জন্য তাঁকে ধন্যবাদ ৷ এরপর অবশ্য লড়াই আরও বড় আকার নেয় ৷ Photo Courtesy- Twitter
বীণার করা এই তির্যক মন্তব্যের জন্য একেবারেই চুপ থাকেননি সানিয়া ৷ তিনি লেখেন বাচ্চা কখন ওঠে, কখন খায় এসব নিয়ে এত ভাবেন বীণা ৷ এর জন্য তাঁকে ধন্যবাদ ৷ এরপর অবশ্য লড়াই আরও বড় আকার নেয় ৷ Photo Courtesy- Twitter
advertisement
5/5
এরপর সানিয়া আবার ম্যাগাজিনের কভারে বীণার ছবি নিয়ে একটি ট্যুইট করে বলেন বীণা যেন নিজের সন্তানকে এই সব দেখা থেকে সরিয়ে রাখেন ৷ Photo Courtesy- Twitter
এরপর সানিয়া আবার ম্যাগাজিনের কভারে বীণার ছবি নিয়ে একটি ট্যুইট করে বলেন বীণা যেন নিজের সন্তানকে এই সব দেখা থেকে সরিয়ে রাখেন ৷ Photo Courtesy- Twitter
advertisement
advertisement
advertisement