

প্রেম বিষয়টিতে মানুষের আগ্রহ চিরদিনের৷ আর যদি সেটা সেলিব্রিটিদের প্রেম হয় তাহলে মুচমুচে গসিপের আশায় মানুষরা একেবারে ঝাঁপিয়ে পড়ে৷ খেলার দুনিয়ার সঙ্গে বলিউডের যোগ চিরকালেরই ৷ বিশেষত ক্রিকেটারদের সঙ্গে বলিউড হিরোইনদের প্রেম নিয়ে তো কত কথাই না লেখা হয়েছে৷ তবে আজকের গুপচুপ প্রেমের যে গসিপ বোমা ফাটছে তাতে নায়িকা নন, টেনিস সুন্দরী সানিয়া মির্জার নাম জড়িয়ে৷ আর তাঁর এই গুপচুপ প্রেমের নায়ক হলেন বলিউডের লাভার বয় শহিদ কাপুর৷ Photo- File


শাহিদের জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন নারী এসেছেন, মীরা রাজপুতের সঙ্গে সুখের সংসারের আগে৷ এদিকে সানিয়া মির্জা শোয়েব মালিকেরও সুখের সংসার৷ তাঁরও জীবনে ছিল একাধিক পুরুষের আনাগোনা৷ Photo- File


একটা সময়ে চুটিয়ে প্রেম ছিল টেনিস সুন্দরী ও শাহিদ কাপুরেরও৷ এক কমন বন্ধুর জন্মদিনের পার্টিতে দুজনের আলাপ৷ সেই আলাপ থেকে ঘনিষ্ঠতা থেকে চুটিয়ে প্রেম৷ Photo- File


কমিনে ছবির শ্যুটিংয়ে -র সময় নিয়মিত সেটে হাজির থাকতেন সানিয়া৷ তাঁদের প্রেম এত গভীরে পৌঁছেছিল যে বেঙ্গালুরুর হোটেলেও আলাদা দেখা করতে ঘনিষ্ঠ সময় কাটাতেন তাঁরা৷


সেই হোটেলের কর্মচারীদের কাছে বিষয়টি খুবই নিয়মিত ছিল৷ তাঁদের দাবি সানিয়া ও শাহিদের সম্পর্কের গভীরতাও ছিল৷ সানিয়ার ওপর শাহিদের অধিকার বোধ প্রবল ছিল ৷ Photo- File


তবে এই টপ জুটির প্রেম মাত্র ছয় মাসের বেশি চলেনি৷ শাহিদের অভিযোগ সানিয়া একই সঙ্গে তেলেগু ছবির এক অভিনেতার সঙ্গে প্রেম চালাচ্ছিলেন৷ Photo- File