1/ 5


রণবীরের ঘরণী এখন দীপিকা ৷ দুই মতেই বিয়ে সাঙ্গ ৷ পারফেক্ট কাপল হয়ে ওঠার পথে পা বাড়াচ্ছেন ৷ Image credits: Instagram/Deepika Padukone
2/ 5


তবে দীপিকার তো শুধু রণবীরের সঙ্গেই সম্পর্কের বন্ধন তৈরি হল না ৷ তার সঙ্গে আছে আরও কিছুও ৷ রণবীরের বাবা -মা এখন আর শুধু বয়ফ্রেন্ডের মা বাবা নন একেবারে নম্বর ওয়ান পোস্টে তাঁরা ৷ তাঁরা হলেন শ্বশুর ও শাশুড়ি ৷ File Photo
3/ 5


রণবীর যেরকম রঙিন ঠিক সেরকমই রসিক তাঁর বাবা জগজিত সিং ভবানী ৷ তিনি ছেলের বউকে পুরো ফিলমি ইস্টাইলে পরিবারে স্বাগত জানিয়েছেন ৷ File Photo
4/ 5


পূত্রবধুূকে কী বলে পরিবারে বরণ করে নিয়েছেন তার সিক্রেট আউট করেছেন রণবীরের স্টাইশিল জানিয়েছেন, ‘‘আজকে মিস্টার ভবানীর কথা অনুযায়ি ‘‘ইয়ে দিওয়ানি তো ভবানি হো গ্যায়ি’’ Image credits: Instagram/ Nitasha Gaurav