অন্তর্বাসের ঝলমল তো অনেক দেখলেন, এবার মিঞার গলায় ‘মঙ্গলসূত্র’ নাকি! ছবি ভাইরাল নেটদুনিয়ায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পরণে শুধুই অন্তবার্সের খেলা, কালো জাল থেকে লাল লেস অপরূপা মিঞা, ফটো ভাইরাল৷ তবে মন দিয়ে দেখলে খোলামেলা মিঞার গলায় মঙ্গলসূত্র দেখা যাচ্ছে নাকি৷
তবে মিঞার গলায় বিভিন্ন গয়নার সঙ্গে একটি কালো বিডসের হার যা পুরো হিন্দু সধবা মহিলাদের মঙ্গলসূত্রের মতো দেখতে তা নিয়ে একেবারে ভার্চুয়াল দুনিয়ায় তহেলকা৷ মিঞার সব ছবিতেই লক্ষ লক্ষ লাইক থাকে ৷ এটিও তার ব্যতিক্রম নয়৷ তবে এতে কমেন্টের সংখ্যা আর পাঁচটা ছবির থেকে অনেকটাই বেশি প্রায় ৭ হাজার কমেন্ট রয়েছে এতে ৷ সোজা ভাষায় সোশ্যাল এনগেজমেন্ট বেশি৷ Photo Courtesy- Mia Khalifa/ Instagram