ঝড়ের গতিতে অংশুলাকে দেখতে হাসপাতালে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, অর্জুন কাপুরের বোনকে দেখতে বাবা বণি কাপুরও, বাড়ছে জল্পনাও

Last Updated:
এই সঙ্কটের সময়ে জাহ্নবী ও বণি কাপুরের হাসপাতালে ছুটে যাওয়াতেই বাড়ছে জল্পনা
1/10
বলিউড অভিনেতা অর্জুন কাপুরের বোন (Arjun Kapoor) ও প্রযোজক বণি কাপুরের (Bony Kapoor) মেযের অংশুলা কাপুর (Anshula Kapoor) ৫ জুন ২০২১ () শনিবার মাঝরাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অংশুলা মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani/Instagram@janhvikapoor).
বলিউড অভিনেতা অর্জুন কাপুরের বোন (Arjun Kapoor) ও প্রযোজক বণি কাপুরের (Bony Kapoor) মেযের অংশুলা কাপুর (Anshula Kapoor) ৫ জুন ২০২১ () শনিবার মাঝরাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অংশুলা মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani/Instagram@janhvikapoor).
advertisement
2/10
কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারা গিয়েছে অংশুলা ব্লাড প্রেসার ও সুগার লেবেল পরীক্ষা করার ছিল এটি এক রুটিন পরীক্ষা আজ অথবা আগামিকালের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷ (ছবি সৌজন্যে Instagram/janhvikapoor).
কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারা গিয়েছে অংশুলা ব্লাড প্রেসার ও সুগার লেবেল পরীক্ষা করার ছিল এটি এক রুটিন পরীক্ষা আজ অথবা আগামিকালের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷ (ছবি সৌজন্যে Instagram/janhvikapoor).
advertisement
3/10
অংশুলার বোন জাহ্নবী কাপুরও (Janhvi Kapoor) হাসপাতালে পৌঁছেছেন শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ৷ ব্যাগি শর্ট, ডাই-ডাইটেক প্যান্ট ও চশমা পরেছেন তিনি ৷ পাপারাজিরা হাসপাতালের বাইরে দেখেছেন তাঁকে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
অংশুলার বোন জাহ্নবী কাপুরও (Janhvi Kapoor) হাসপাতালে পৌঁছেছেন শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ৷ ব্যাগি শর্ট, ডাই-ডাইটেক প্যান্ট ও চশমা পরেছেন তিনি ৷ পাপারাজিরা হাসপাতালের বাইরে দেখেছেন তাঁকে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
4/10
DNA-এর একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে ৷ অর্জুন ও অংশুলার একটি অনলাইন সেলিব্রিটি প্ল্যাটফর্মের মাধ্যমে সারা ভারতে সব থেকে বেশি মানুষের মদত করতে চেয়েছেন ৷ ভাইবোনের এই জুটি এখনও পর্যন্ত ১ কোটি টাকা সংগ্রহ করেছে ৷ যার মাধ্যমে ৩০,০০০ পরিবারকে সাহায্য পৌঁছে দিয়েছে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
DNA-এর একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে ৷ অর্জুন ও অংশুলার একটি অনলাইন সেলিব্রিটি প্ল্যাটফর্মের মাধ্যমে সারা ভারতে সব থেকে বেশি মানুষের মদত করতে চেয়েছেন ৷ ভাইবোনের এই জুটি এখনও পর্যন্ত ১ কোটি টাকা সংগ্রহ করেছে ৷ যার মাধ্যমে ৩০,০০০ পরিবারকে সাহায্য পৌঁছে দিয়েছে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
5/10
এর আগে অর্জুন কাপুর (Arjun Kapoor) জানিয়েছিলেন করোনা অতিমারি তাঁকে অনেকটাই আঘাত দিয়েছে ৷ তাই তাঁদের লক্ষ্য যতটা পারা যায় দুর্গত মানুষের সাহায্যে করতে এগিয়ে যাওয়া ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
এর আগে অর্জুন কাপুর (Arjun Kapoor) জানিয়েছিলেন করোনা অতিমারি তাঁকে অনেকটাই আঘাত দিয়েছে ৷ তাই তাঁদের লক্ষ্য যতটা পারা যায় দুর্গত মানুষের সাহায্যে করতে এগিয়ে যাওয়া ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
6/10
অর্জুন জানিয়েছেন অংশুলা ও তিনি ফ্যানকাইন্ডের মাধ্যমে সারা দেশে প্রায় ৩০,০০০ পরিবারের সহায়তা করেছেন ৷ সঙ্কট পরবর্তী মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
অর্জুন জানিয়েছেন অংশুলা ও তিনি ফ্যানকাইন্ডের মাধ্যমে সারা দেশে প্রায় ৩০,০০০ পরিবারের সহায়তা করেছেন ৷ সঙ্কট পরবর্তী মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
7/10
অর্জুন কাপুর জানিয়েছেন মাসের চাল, ডাল থেকে গরম গরম খাবার দাবার, পরিযায়ী শ্রমিকদের জন্য নগদ টাকা, কোভিড-১৯ (COVID-19), বিরুদ্ধে লড়ার জন্য উন্নতমাণের কিট প্রদান ৷ যাতে সাধারণ মানুষের জীবন সুরক্ষিত থাকে ৷ (ছবি সৌজন্যে Instagram/janhvikapoor).
অর্জুন কাপুর জানিয়েছেন মাসের চাল, ডাল থেকে গরম গরম খাবার দাবার, পরিযায়ী শ্রমিকদের জন্য নগদ টাকা, কোভিড-১৯ (COVID-19), বিরুদ্ধে লড়ার জন্য উন্নতমাণের কিট প্রদান ৷ যাতে সাধারণ মানুষের জীবন সুরক্ষিত থাকে ৷ (ছবি সৌজন্যে Instagram/janhvikapoor).
advertisement
8/10
কঠিন সময়ে অংশুলা মানসিক দৃঢ়তা বজায় রাখতে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক মেসেজ শেয়ার করে থাকেন ৷ (ছবি সৌজন্যে Instagram/janhvikapoor).
কঠিন সময়ে অংশুলা মানসিক দৃঢ়তা বজায় রাখতে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক মেসেজ শেয়ার করে থাকেন ৷ (ছবি সৌজন্যে Instagram/janhvikapoor).
advertisement
9/10
বণি কাপুর তাঁর মেয়ে অংশুলাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
বণি কাপুর তাঁর মেয়ে অংশুলাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
10/10
গাড়িতে সাদা পঞ্জাবি, পায়জামা পরে হাসপাতালে পৌঁছেছেন ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে একই সঙ্গে সবাইকে মানতে হচ্ছে করোনা বিধি কঠোর ভাবে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
গাড়িতে সাদা পঞ্জাবি, পায়জামা পরে হাসপাতালে পৌঁছেছেন ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে একই সঙ্গে সবাইকে মানতে হচ্ছে করোনা বিধি কঠোর ভাবে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
advertisement
advertisement