Happy Bday Jaya Bachchan পুত্রবধূ ঐশ্বর্যকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন শাশুড়ি জয়া, যা নিয়ে চর্চা আজও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শাশুড়ি জয়ার সঙ্গে কেমন সম্পর্ক বৌমা ঐশ্বর্যের? এই নিয়ে নানা জল্পনা চলে৷
•বলিউডের দাপুটে অভিনেত্রী জয়া বচ্চন ৭৩তে পা দিলেন৷ বলিউডে নিজের প্রতিভার প্রকাশে যত না সংগ্রাম ছিল তাঁর, বেশি লড়াই ছিল বচ্চনের স্ত্রী হিসেবে৷ কারণ বলিউড শাহেনশাহ এবং অত্যন্ত জনপ্রিয় নায়কের সংসারের হাল ছিল তাঁর হাতে৷ তাই তো পেশাগত জীবনে যেমন সফল জয়া, তেমনই পারিবারিক জীবনেও তিনি খুবই সফল৷ বচ্চন ঘরণী যেন এক আদর্শ স্ত্রী-মা এবং পরবর্তীতে শাশুড়ির যোগ্যতা অর্জন করেছেন৷
advertisement
advertisement
•সংসারে তিনি সকলের চোখের মণি৷ অমিতাভ, অভিষেক, শ্বেতাকে নিয়ে তাঁর সংসার৷ এখন অবশ্য সেই সংসারে এসেছেন বৌমা ঐশ্বর্য৷ শাশুড়ি জয়ার সঙ্গে কেমন সম্পর্ক বৌমা ঐশ্বর্যের? এই নিয়ে নানা জল্পনা চলে৷ কখনও মনে হয় যে একই বাড়িতে দুই দাপুটে অভিনেত্রী শাশুড়ি-বৌমা হিসেবে থাকলে, সেই রসায়ন কখনওই সরল হতে পারে না৷ আবার একে অপরের প্রতি যে ভাবনা রয়েছে, তা শুনলে মনে হয় তাঁরা দু’জনে খুবই আন্তরিক৷
advertisement
advertisement
advertisement
advertisement