৫৫ লক্ষ টাকার কানের দুল দিয়ে বৌমা প্রিয়াঙ্কার মুখ দেখলেন শাশুড়ি

Last Updated:
1/8
•• স্বপ্নের মতো করে নিক জোনাসের সঙ্গে বিয়ে সারলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ এই বিয়েকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বলিউড তো বটেই, হলিউডেও জোর জল্পনা চলছিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• স্বপ্নের মতো করে নিক জোনাসের সঙ্গে বিয়ে সারলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ এই বিয়েকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বলিউড তো বটেই, হলিউডেও জোর জল্পনা চলছিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
•• শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল ৷ উমেদ ভবনে এলাহি আয়োজন করা হয়েছিল ৷ উমেদভবন প্যালেসের বারদারি লনে ৪০ ফুট উচুঁ একটি মন্ডপ তৈরি করা হয়েছিল ৷ যেখান থেকে সুদৃশ্য মেহরণগড় ফোর্ট দেখা যাচ্ছিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল ৷ উমেদ ভবনে এলাহি আয়োজন করা হয়েছিল ৷ উমেদভবন প্যালেসের বারদারি লনে ৪০ ফুট উচুঁ একটি মন্ডপ তৈরি করা হয়েছিল ৷ যেখান থেকে সুদৃশ্য মেহরণগড় ফোর্ট দেখা যাচ্ছিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
•• হিন্দু মতে বিয়ের দিন লাল লহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন প্রিয়াঙ্কা ৷ আর নিকও কিন্তু ভারতীয় রীতি মেনেই শেরওয়ানিতে সেজেছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• হিন্দু মতে বিয়ের দিন লাল লহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন প্রিয়াঙ্কা ৷ আর নিকও কিন্তু ভারতীয় রীতি মেনেই শেরওয়ানিতে সেজেছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
•• ১ ডিসেম্বর খ্রিস্টান মতে বিয়ের দিন আর পাঁচটা পাত্রের বাবার মতো, নিকের বাবা পল কেভিন পৌরহিত্য করেছিলেন ৷ নিজেই পুরো বিবাহ অনুষ্ঠানের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• ১ ডিসেম্বর খ্রিস্টান মতে বিয়ের দিন আর পাঁচটা পাত্রের বাবার মতো, নিকের বাবা পল কেভিন পৌরহিত্য করেছিলেন ৷ নিজেই পুরো বিবাহ অনুষ্ঠানের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
•• অন্যদিকে, প্রিয়াঙ্কার শাশুড়ি ডেনিস জোনাসও কিন্তু কিছু কম যান না ৷ তিনি ছেলের বৌকে উপহার হিসেবে দিলেন একটি বহু মূল্যবান কানের দুল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• অন্যদিকে, প্রিয়াঙ্কার শাশুড়ি ডেনিস জোনাসও কিন্তু কিছু কম যান না ৷ তিনি ছেলের বৌকে উপহার হিসেবে দিলেন একটি বহু মূল্যবান কানের দুল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
•• যে কানের দুলটির দাম প্রায় ৫৫ লক্ষ টাকা ৷ জানা গিয়েছে, ওই কানের দুলটি বিখ্যাত অলঙ্কার বিপণী ‘ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেল্স’থেকে কিনেছেন ডেনিস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• যে কানের দুলটির দাম প্রায় ৫৫ লক্ষ টাকা ৷ জানা গিয়েছে, ওই কানের দুলটি বিখ্যাত অলঙ্কার বিপণী ‘ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেল্স’থেকে কিনেছেন ডেনিস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
•• সাদা রংয়ের কানের দুলটিতে রয়েছে সোনার কাজ ৷ সঙ্গে বসানো রয়েছে মূল্যবান হিরে ৷ বলা হচ্ছে, এই হিরেগুলি প্রচন্ড উৎকৃষ্ট মানের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• সাদা রংয়ের কানের দুলটিতে রয়েছে সোনার কাজ ৷ সঙ্গে বসানো রয়েছে মূল্যবান হিরে ৷ বলা হচ্ছে, এই হিরেগুলি প্রচন্ড উৎকৃষ্ট মানের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
 •• ৬.৭ ক্যারেটের প্রায় ১৭০ টি হিরে বসানো রয়েছে সেই কানের দুলটিতে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• ৬.৭ ক্যারেটের প্রায় ১৭০ টি হিরে বসানো রয়েছে সেই কানের দুলটিতে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement