

জল্পনার অবসান হয়েছে এখন আর রাখঢাক নেই ৷ রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হচ্ছে আগামী ১৪ নভেম্বর ৷ দুই তারকাই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সুখবর দিয়েছেন ৷ Photo - Collected


তবে এই খবর দিয়ে গুঞ্জন কমানোর বদলে তা আরও বাড়িয়ে দিয়েছে ৷ এবার জল্পনা শুরু হয়েছে বিয়ে কোথায় হবে ৷ বিয়ে কীভাবে হবে এই সব কিছু নিয়ে ৷ Photo - Collected


এঁরাও কি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মতো ডেস্টিনেশন ওয়েডিং করবেন এই জল্পনা যখন জোরদার তখন আরও একটি বিষয় নিয়ে কথা হচ্ছে সবচেয়ে বেশি ৷ সেটা হল বিয়ে -র বিভিন্ন অনুষ্ঠানে দীপিকা কি পোশাক পরবেন তাই নিয়ে ৷ Photo - Collected


দীপিকা পাড়ুকোন পাশ্চাত্য পোশাকে যেরকম উষ্ণতা ছড়িয়ে দেন, ভারতীয় পোশাকে ঠিক তেমনিই রাজকীয় লাগে তাঁকে ৷ Photo - Collected


আর বিয়ের অনুষ্ঠানে সব মেয়েরই ভারতীয় পোশাকের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে ৷ দীপিকাও তার ব্যতিক্রম নন ৷ Photo - Collected


এই মুহূর্তে ভারতীয় পোশাকের ডিজাইনারদের মধ্যে অন্যতম বড় নাম সব্যসাচী মুখোপাধ্যায় ৷ অনুষ্কা শর্মাও তাঁর বিয়েতে তাঁরই ডিজাইন করা পোশাক পরেছিলেন ৷ দীপিকারও প্রথম পছন্দ তিনিই ৷ Photo - Collected