সোশ্যাল মিডিয়ায় বড় বিস্ফোরণ! বিয়ের আগে Bigg Boss-এর ঘরেই Pregnant হয়েছিলেন Monalisa!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
মোনালিসার বিশাল বোমায় ব্যাপক তোলপাড় করেছে
ভোজপুরী ছায়াছাবির অন্যতম সুপারহিট নায়িকা মোনালিসা (Bhojpuri Actress MOnalisa) ৷ ফের একবার ধারাবাহিক নজর নিয়ে ফিরছেন টেলিভিশনে ৷ আগামী ১০ অক্টোবর থেকে অন এয়ার হবে ৷ এই তথ্য নায়িকাই ছবি শেয়ার করে জানিয়েছেন ৷ আসলে মোনালিসা তাঁর বোল্ড ছবির জন্য সব সময়েই চর্চায় থাকেন ৷ বিগ বস ১০ (Bigg Boss) এর প্রতিযোগী মোনাসিলা ছিলেন ৷ সেখান থেকেই বড় সত্য প্রকাশ্যে এসেছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
এই শো-তে মনু পঞ্জাবিকে সবার সামনে চুমু খেয়েছিলেন মোনালিসা (Bhojpuri Actress Monalisa) ৷ সেটি বিগবসের ঘরের একটি টাক্সের অন্তর্গত ছিল ৷ সেই সময়ে মোনালিসা অন্তঃসত্তা হওয়ার খবর শুনিয়েছিলেন ৷ যা শুনে সবাই চমকে গিয়েছিলেন ৷ সবার সামনে তিনি চিৎকার করে বলেছিলেন যে মোনালিসা মনুর সন্তানের মা হতে চলেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement