ইনি জর্জিয়া৷ ইতালিয় মডেল, অভিনেত্রী, গায়িকা৷ তবে তিনি খবরের শিরোনামে আসেন সলমনের ভাই আরবাজ খানের প্রেমিকা হিসেব৷ আরবাজের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদের পর শোনা যায় জর্জিয়ার নাম৷ দারুণ সুন্দরী জর্জিয়া, সব পোশাকেই তিনি মোহময়ী৷ (Image: Instagram) এই পোশাকে হাজার পুরুষের রাতের ঘুম কেড়েছেন ইতালিয় সুন্দরী৷ (Image: Instagram) তবে ভারতীয় পোশাকেও তিনি সমানভাবে স্বচ্ছন্দ্য৷ (Image: Instagram) বহু বিদেশিনী নিজেদের ভাগ্য পরীক্ষা করতে এসেছেন বলিউডে৷ জর্জিয়াও তার মধ্য অন্যতম৷ (Image: Instagram) কীসের ইশারা করছেন জর্জিয়া! (Image: Instagram) প্রায় মুখ ঢেকে যায়, এমন সানগ্লাস, সঙ্গে ডেনিম শার্ট! ব্যাস এতেই তাক লাগালেন সুন্দরী৷(Image: Instagram) শুধু ভারতীয় পোশাক পরলেন না তিনি, সঙ্গে গুছিয়ে সাজলেন৷ হাতেও পরলেন মেহেন্দি৷ (Image: Instagram) তিনি একাধারে মডেল, গায়িকা ও অভিনেত্রী৷ (Image: Instagram) একেবারে ছিপছিপে চেহারায় সব পোশাকেই সুন্দরী জর্জিয়া৷ (Image: Instagram)