২৫ বছর ধরে নিজের চুল নিজে হাতেই কাটছেন জনপ্রিয় অভিনেতা!এতদিনে করলেন তথ্য ফাঁস..

Last Updated:
লকডাউন বলে নয়, তিনি নিজের চুল বরাবরই নিজে কেটে এসেছেন৷
1/6
•লকডাউনে অনেকে নিজের হাতে চুল কেটেছেন৷ তবে বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের চুল কেটে দিয়েছেন দম্পতি বা সঙ্গীরা৷ কিন্তু এই বিশিষ্ট অভিনেতার কথা শুনতে মাথায় হাত পড়ে সকলের৷ কারণ তিনি নাকি গত ২৫ বছর ধরে নিজের চুল নিজেই কাটছেন! এতদিনে করলেন সেই তথ্য ফাঁস৷
•লকডাউনে অনেকে নিজের হাতে চুল কেটেছেন৷ তবে বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের চুল কেটে দিয়েছেন দম্পতি বা সঙ্গীরা৷ কিন্তু এই বিশিষ্ট অভিনেতার কথা শুনতে মাথায় হাত পড়ে সকলের৷ কারণ তিনি নাকি গত ২৫ বছর ধরে নিজের চুল নিজেই কাটছেন! এতদিনে করলেন সেই তথ্য ফাঁস৷
advertisement
2/6
•অস্কারজয়ী জর্জ ক্লুনি নিজের সম্বন্ধে এই বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন। হলিউড তারকা বলেছেন যে তিনি গত ২৫ বছর ধরে তিনি নিজের চুল নিজে কাটছেন।
•অস্কারজয়ী জর্জ ক্লুনি নিজের সম্বন্ধে এই বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন। হলিউড তারকা বলেছেন যে তিনি গত ২৫ বছর ধরে তিনি নিজের চুল নিজে কাটছেন।
advertisement
3/6
•একটি সাক্ষাৎকারে অস্কারজয়ী অভিনেতা ও ছবি নির্মাতা জর্জ ক্লুনি বলেছেন যে, "আমার চুলগুলি খড়ের মতো৷ সুতরাং তা কাটা সহজ, আমি খুব বেশি ভুল করি না।" বহু বছর আগে, আমি "ফ্লোবি" নামে একটি ডিভাইস কিনেছিলাম। "
•একটি সাক্ষাৎকারে অস্কারজয়ী অভিনেতা ও ছবি নির্মাতা জর্জ ক্লুনি বলেছেন যে, "আমার চুলগুলি খড়ের মতো৷ সুতরাং তা কাটা সহজ, আমি খুব বেশি ভুল করি না।" বহু বছর আগে, আমি "ফ্লোবি" নামে একটি ডিভাইস কিনেছিলাম। "
advertisement
4/6
 •যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই ট্রেসি স্মিথ অবাক হয়ে শুনছিলেন এই কথা এবং কিছুতেই যেন মানতে পারছিলেন না ক্লুনির চুল কাটার তথ্য৷
•যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই ট্রেসি স্মিথ অবাক হয়ে শুনছিলেন এই কথা এবং কিছুতেই যেন মানতে পারছিলেন না ক্লুনির চুল কাটার তথ্য৷
advertisement
5/6
•অভিনেতা বলেন, "আমার চুল কাটাতে কেবল দুই মিনিট সময় লাগে।" তিনি বলেন যে তিনি ফ্লোবি দিয়ে গত ২৫ বছর থেকে চুল কাটছেন।
•অভিনেতা বলেন, "আমার চুল কাটাতে কেবল দুই মিনিট সময় লাগে।" তিনি বলেন যে তিনি ফ্লোবি দিয়ে গত ২৫ বছর থেকে চুল কাটছেন।
advertisement
6/6
•তাৎপর্যপূর্ণভাবে, করোনার ভাইরাসের সময়, চুল কাটার স্যালোঁ কম খোলার কারণে 'ফ্লোবি'-র (একটি চুল কাটার যন্ত্র) বিক্রিও বেড়েছে।
•তাৎপর্যপূর্ণভাবে, করোনার ভাইরাসের সময়, চুল কাটার স্যালোঁ কম খোলার কারণে 'ফ্লোবি'-র (একটি চুল কাটার যন্ত্র) বিক্রিও বেড়েছে।
advertisement
advertisement
advertisement