Shah Rukh Khan-Gauri Khan: 'সব ছবি ফ্লপ হোক', শাহরুখের ব্যর্থতার প্রার্থনা গৌরীর, খান পরিবারে কি ফাটলের আঁচ

Last Updated:
Shah Rukh Khan-Gauri Khan: তাঁদের ভালবাসার আখ্যান যেন রূপকথার মতো। শূন্য থেকে করে যখন নিজের লক্ষ্যের দিকে পা বাড়িয়েছিলেন বাদশা, সহধর্মিনীকেই পাশে পেয়েছিলেন তিনি। তখনও তারকা না-হয়ে-ওঠা শাহরুখ খানের সব ওঠাপড়াই সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী। গৌরী খান।
1/5
তাঁদের ভালবাসার আখ্যান যেন রূপকথার মতো। শূন্য থেকে করে যখন নিজের লক্ষ্যের দিকে পা বাড়িয়েছিলেন বাদশা, সহধর্মিনীকেই পাশে পেয়েছিলেন তিনি। তখনও তারকা না-হয়ে-ওঠা শাহরুখ খানের সব ওঠাপড়াই সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী। গৌরী খান।
তাঁদের ভালবাসার আখ্যান যেন রূপকথার মতো। শূন্য থেকে করে যখন নিজের লক্ষ্যের দিকে পা বাড়িয়েছিলেন বাদশা, সহধর্মিনীকেই পাশে পেয়েছিলেন তিনি। তখনও তারকা না-হয়ে-ওঠা শাহরুখ খানের সব ওঠাপড়াই সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী। গৌরী খান।
advertisement
2/5
একটা সময় ছিল যখন শাহরুখের সাফল্য কামনা করতে গিয়েও কিছুটা সঙ্কোচে ছিলেন গৌরী। কারণ শাহরুখের মুম্বইয়ের চলে আসা নিয়ে তাঁর আপত্তি ছিল। পুরনো এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি চাইনি ও মুম্বই চলে যাক। আমি জানিও না ও কখন তারকা হয়ে গিয়েছে।"
একটা সময় ছিল যখন শাহরুখের সাফল্য কামনা করতে গিয়েও কিছুটা সঙ্কোচে ছিলেন গৌরী। কারণ শাহরুখের মুম্বইয়ের চলে আসা নিয়ে তাঁর আপত্তি ছিল। পুরনো এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি চাইনি ও মুম্বই চলে যাক। আমি জানিও না ও কখন তারকা হয়ে গিয়েছে।"
advertisement
3/5
দিল্লিতে দীর্ঘ দিন থাকা গৌরীর কাছে বন্ধু হয়ে উঠতে পারেনি মুম্বই। সেই শহরকে যেন কিছুতেই ভাল লাগছিল না তাঁর। চেনা ঠিকানায় ফিরে যেতে চাইছিলেন শাহরুখ-পত্নী।
দিল্লিতে দীর্ঘ দিন থাকা গৌরীর কাছে বন্ধু হয়ে উঠতে পারেনি মুম্বই। সেই শহরকে যেন কিছুতেই ভাল লাগছিল না তাঁর। চেনা ঠিকানায় ফিরে যেতে চাইছিলেন শাহরুখ-পত্নী।
advertisement
4/5
গৌরী বলেছিলেন, "আমি ভেবেছিলাম শাহরুখের ছবি ফ্লপ করল, দিল্লি ফিরে যেতে পারব আবার। মাত্র ২১ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তখন সিনেমা বা কী ভাবে কী হয়, এ সব বিষয়ে আমি কিছুই জানতাম না। মনে হত, সব ফ্লপ হয়ে যাক। আমি পালিয়ে যাব।"
গৌরী বলেছিলেন, "আমি ভেবেছিলাম শাহরুখের ছবি ফ্লপ করল, দিল্লি ফিরে যেতে পারব আবার। মাত্র ২১ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তখন সিনেমা বা কী ভাবে কী হয়, এ সব বিষয়ে আমি কিছুই জানতাম না। মনে হত, সব ফ্লপ হয়ে যাক। আমি পালিয়ে যাব।"
advertisement
5/5
তবে সময় গড়িয়েছে। শাহরুখের লড়াইকে চাক্ষুষ করেছেন গৌরী। বাকিটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বাদশার বাদশাহি সফরের প্রত্যেক ধাপেই তাঁর সঙ্গে আছে গৌরী।
তবে সময় গড়িয়েছে। শাহরুখের লড়াইকে চাক্ষুষ করেছেন গৌরী। বাকিটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বাদশার বাদশাহি সফরের প্রত্যেক ধাপেই তাঁর সঙ্গে আছে গৌরী।
advertisement
advertisement
advertisement