Ganesh Chaturthi at Actress Tramila Bhattacharya House: স্বামী জাহাজের ক্যাপ্টেন, এখন বিদেশে, অভিনেত্রী স্ত্রী ত্রমিলা একাই সামলাচ্ছেন বাড়ির গণেশ পুজোর দায়িত্ব, পাশে রয়েছে ছোট মেয়ে

Last Updated:
অভিনয়ের মতো বাড়ির কাজেও তিনি সমান তালে সামলান৷ মেয়ে রশ্মিকাকে কড়া হাতে মানুষ করছেন৷ মেয়েও এখন অনেক বড়৷ পড়াশুনা নিয়ে ব্যস্ত৷ এবং এই সময় তার স্কুলের পরীক্ষাও চলছে৷ সেই নিয়েও চিন্তা রয়েছে মায়ের৷ ফলে অনেকগুলো দিকে একসঙ্গে নজর রাখতে হয়েছে ত্রমিলাকে৷
1/10
গণেশ পুজো মানে শুধুই মুম্বই নয়, এখন দেশের বিভিন্ন প্রান্ত ধুমধাম করে পালন করা হয় গণেশ বন্দনা৷ প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য৷
গণেশ পুজো মানে শুধুই মুম্বই নয়, এখন দেশের বিভিন্ন প্রান্ত ধুমধাম করে পালন করা হয় গণেশ বন্দনা৷ প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য৷
advertisement
2/10
বহু বছর ধরে তাঁর বাড়িতে গণেশ পুজো হচ্ছে৷ নিজে হাতেই পুজোর সব দায়িত্ব পালন করেন অভিনেত্রী৷
বহু বছর ধরে তাঁর বাড়িতে গণেশ পুজো হচ্ছে৷ নিজে হাতেই পুজোর সব দায়িত্ব পালন করেন অভিনেত্রী৷
advertisement
3/10
গণেশ পুজোর প্রধান প্রসাদ হল লাড্ডু ও মোদক৷
গণেশ পুজোর প্রধান প্রসাদ হল লাড্ডু ও মোদক৷
advertisement
4/10
ত্রমিলাও তাঁর বাড়ির পুজোয়ে নিয়ম মেনে বিরাট সাইজের লাড্ডু ও মোদক প্রসাদ সাজিয়ে দিয়েছেন গণপতি বাপ্পার সামনে৷
ত্রমিলাও তাঁর বাড়ির পুজোয়ে নিয়ম মেনে বিরাট সাইজের লাড্ডু ও মোদক প্রসাদ সাজিয়ে দিয়েছেন গণপতি বাপ্পার সামনে৷
advertisement
5/10
স্বামী চাকরি করেন জাহাজে৷ পেশায় শিপ ক্যাপ্টেন৷ ফলে অনেকটা সময় তিনি বিদেশে থাকেন৷ তাই সংসারের বেশি দায়িত্ব পালন করতে হয় অভিনেত্রীকে৷ তিনি নিজেও ব্যস্ত, তার মধ্যেও সব কাজ নিঁখুত ভাবে সামলান ত্রমিলা৷
স্বামী চাকরি করেন জাহাজে৷ পেশায় শিপ ক্যাপ্টেন৷ ফলে অনেকটা সময় তিনি বিদেশে থাকেন৷ তাই সংসারের বেশি দায়িত্ব পালন করতে হয় অভিনেত্রীকে৷ তিনি নিজেও ব্যস্ত, তার মধ্যেও সব কাজ নিঁখুত ভাবে সামলান ত্রমিলা৷
advertisement
6/10
বুধবার সকাল ১১-র মধ্যে ত্রমিলা ভট্টাচার্যের বাড়ি পুজো শুরু হয় গিয়েছিল৷ তখন ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলেন এবং দেখিয়ে দেন বাড়ির গণেশ পুজোর আয়োজন৷
বুধবার সকাল ১১-র মধ্যে ত্রমিলা ভট্টাচার্যের বাড়ি পুজো শুরু হয় গিয়েছিল৷ তখন ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলেন এবং দেখিয়ে দেন বাড়ির গণেশ পুজোর আয়োজন৷
advertisement
7/10
বহু বাংলা সিরিয়ালের পরিচিত মুখ ত্রমিলা ভট্টাচার্য৷ পটল কুমার গানওয়ালা, মিঠিঝোরা, জিওনকাঠি এমন বহু উল্লেখযোগ্য সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ত্রমিলা৷
বহু বাংলা সিরিয়ালের পরিচিত মুখ ত্রমিলা ভট্টাচার্য৷ পটল কুমার গানওয়ালা, মিঠিঝোরা, জিওনকাঠি এমন বহু উল্লেখযোগ্য সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ত্রমিলা৷
advertisement
8/10
একশো আটটা প্রদীপ জ্বালানো হল পুজোতে৷ ত্রমিলার সঙ্গে তাঁর বাড়ির লোকজন মিলে জ্বালিয়ে দিলেন প্রদীপ৷ এরপর শুরু হল হোমযজ্ঞ, আরতি৷
একশো আটটা প্রদীপ জ্বালানো হল পুজোতে৷ ত্রমিলার সঙ্গে তাঁর বাড়ির লোকজন মিলে জ্বালিয়ে দিলেন প্রদীপ৷ এরপর শুরু হল হোমযজ্ঞ, আরতি৷
advertisement
9/10
অভিনয়ের মতো বাড়ির কাজেও তিনি সমান তালে সামলান৷ মেয়ে রশ্মিকাকে কড়া হাতে মানুষ করছেন৷ মেয়েও এখন অনেক বড়৷ পড়াশুনা নিয়ে ব্যস্ত৷ এবং এই সময় তার স্কুলের পরীক্ষাও চলছে৷ ফলে সেই নিয়েও চিন্তা রয়েছে মায়ের৷ ফলে অনেকগুলো দিকে একসঙ্গে নজর রাখতে হয়েছে ত্রমিলাকে৷
অভিনয়ের মতো বাড়ির কাজেও তিনি সমান তালে সামলান৷ মেয়ে রশ্মিকাকে কড়া হাতে মানুষ করছেন৷ মেয়েও এখন অনেক বড়৷ পড়াশুনা নিয়ে ব্যস্ত৷ এবং এই সময় তার স্কুলের পরীক্ষাও চলছে৷ ফলে সেই নিয়েও চিন্তা রয়েছে মায়ের৷ ফলে অনেকগুলো দিকে একসঙ্গে নজর রাখতে হয়েছে ত্রমিলাকে৷
advertisement
10/10
কলকাতার অন্যতম অভিজাত আবাসন আরবানার ৬ নম্বর টাওয়ারে থাকেন তিনি৷ ১৫ তলায় তাঁর বিলাশবহুল ফ্ল্যাটেই হয় পুজো৷
কলকাতার অন্যতম অভিজাত আবাসন আরবানার ৬ নম্বর টাওয়ারে থাকেন তিনি৷ ১৫ তলায় তাঁর বিলাশবহুল ফ্ল্যাটেই হয় পুজো৷
advertisement
advertisement
advertisement