69th National Film Awards 2023: ‘পুষ্পা’র চোখে জল, গঙ্গুর চওড়া হাসি! রইল জাতীয় পুরস্কার জয়ীদের সম্পূর্ণ তালিকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কোন ছবি সেরা হবে? কোন অভিনেতাদের হাতে উঠে আসবে সেরার শিরোপা? সেই জল্পনা-কল্পনা চলার মাঝেই জানা গেল জয়ীদের নাম৷
advertisement
মুক্তির পরই দেশ জুড়ে সাড়া ফেলেছিল ‘পুষ্পা’৷ আল্লু অর্জুনের ‘ক্যারিশমা’ বজায় রইল জাতীয় পুরষ্কারের মঞ্চেও৷ সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হলেন আল্লু অর্জুন৷ অন্যদিকে সেরা অভিনেত্রীর তালিকায় একজন নয় রয়েছে দুজনের নাম৷ ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য আলিয়া ভাট এবং ‘মিমি’র জন্য কৃতি শ্যানন পেলেন জাতীয় পুরষ্কার৷
advertisement
অস্কারের মঞ্চে ইতিমধ্যেই সমাদৃত এস এস রাজামৌলির ‘আরআরআর’৷ এবার সেরা ছবির শিরোপা না পেলেও সেরা পপুলার ফিল্মের খেতাব জুড়ল ‘আরআরআর’-এর মুকুটে৷ সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে আর মাধবনের ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট৷ চলতি বার সেরা বাংলা ছবির পুরস্কার উঠল ‘কালকক্ষ’-এর হাতে। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সুজিত সরকারের ‘সর্দার উধম’।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement