French Film Festival Kolkata: ফের কলকাতায় ফরাসি চলচ্চিত্র উত্‍সব! উদ্বোধনে ঋতুপর্ণা, গৌতম ঘোষ, কবে থেকে শুরু এবং কবে শেষ? জেনে নিন

Last Updated:
French Film Festival Kolkata: কলকাতায় ফরাসি চলচ্চিত্র উত্‍সবের দ্বিতীয় সংস্করণ শুরুর দিন ঘোষণা হয়ে গেল। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ফ্রেন্চ ফিল্ম ফেস্টিভ‍্যাল, চলবে ১ মার্চ পর্যন্ত। শনিবার, নন্দনে অনুষ্ঠানের উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন একাধিক নামজাদা ব‍্যক্তিত্ব। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক গৌতম ঘোষ-সহ ফ্রান্সের ফিল্ম জগতের গুরুত্বপূর্ণ ব‍্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
1/6
কলকাতায় ফরাসি চলচ্চিত্র উত্‍সবের দ্বিতীয় সংস্করণ শুরুর দিন ঘোষণা হয়ে গেল। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ফ্রেন্চ ফিল্ম ফেস্টিভ‍্যাল, চলবে ১ মার্চ পর্যন্ত। শনিবার, নন্দনে অনুষ্ঠানের উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন একাধিক নামজাদা ব‍্যক্তিত্ব। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক গৌতম ঘোষ-সহ ফ্রান্সের ফিল্ম জগতের গুরুত্বপূর্ণ ব‍্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
কলকাতায় ফরাসি চলচ্চিত্র উত্‍সবের দ্বিতীয় সংস্করণ শুরুর দিন ঘোষণা হয়ে গেল। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ফ্রেন্চ ফিল্ম ফেস্টিভ‍্যাল, চলবে ১ মার্চ পর্যন্ত। শনিবার, নন্দনে অনুষ্ঠানের উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন একাধিক নামজাদা ব‍্যক্তিত্ব। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক গৌতম ঘোষ-সহ ফ্রান্সের ফিল্ম জগতের গুরুত্বপূর্ণ ব‍্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
advertisement
2/6
২০২৪ সালে প্রথমবার হয়েছিল ফ্রেন্চ ফিল্ম ফেস্টিভ‍্যাল। গত বছরের তুমুল সাফল‍্যের পর এ বছর ফের আয়োজন। প্রথম বছরের বিপুল সাফল্যের উপর ভিত্তি করে, এই উৎসবটি সিনেমাটিক উৎকর্ষ উদযাপন, আন্তঃসাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করা এবং ফ্রেঞ্চ ও ভারতীয় সিনেমার শিল্পকর্মের উদযাপনের কাজ চালিয়ে যাচ্ছে।
২০২৪ সালে প্রথমবার হয়েছিল ফ্রেন্চ ফিল্ম ফেস্টিভ‍্যাল। গত বছরের তুমুল সাফল‍্যের পর এ বছর ফের আয়োজন। প্রথম বছরের বিপুল সাফল্যের উপর ভিত্তি করে, এই উৎসবটি সিনেমাটিক উৎকর্ষ উদযাপন, আন্তঃসাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করা এবং ফ্রেঞ্চ ও ভারতীয় সিনেমার শিল্পকর্মের উদযাপনের কাজ চালিয়ে যাচ্ছে।
advertisement
3/6
২০২৫ সংস্করণটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ইভেন্ট হতে চলেছে, যা ফ্রান্স এবং ভারতের মধ্যে চলচ্চিত্রের শক্তিশালী মাধ্যমের মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করবে। ৮০টিরও বেশি সিনেমা দেখানো হবে এই উত্‍সবে।
২০২৫ সংস্করণটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ইভেন্ট হতে চলেছে, যা ফ্রান্স এবং ভারতের মধ্যে চলচ্চিত্রের শক্তিশালী মাধ্যমের মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করবে। ৮০টিরও বেশি সিনেমা দেখানো হবে এই উত্‍সবে।
advertisement
4/6
সিনে জগতের একাধিক ব‍্যক্তিত্ব থাকবেন এই উত্‍সবে। নাসিরুদ্দিন শাহ, অনসূয়া সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রুক্মিণী মৈত্রের মতো অভিনেতা এবং অভিনেত্রীরা উপস্থিত থাকবেন।
সিনে জগতের একাধিক ব‍্যক্তিত্ব থাকবেন এই উত্‍সবে। নাসিরুদ্দিন শাহ, অনসূয়া সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রুক্মিণী মৈত্রের মতো অভিনেতা এবং অভিনেত্রীরা উপস্থিত থাকবেন।
advertisement
5/6
সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র "থাপ্পড়" এর জন্য পরিচিত খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক অনুভব সিনহা এবং চলচ্চিত্র ও কাস্টিং পরিচালক ত্রিশান সরকারও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র "থাপ্পড়" এর জন্য পরিচিত খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক অনুভব সিনহা এবং চলচ্চিত্র ও কাস্টিং পরিচালক ত্রিশান সরকারও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
advertisement
6/6
কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল দিদিয়ার তালপাইন, নিকোলাস ফাসিনো, পরিচালক আলিয়ান্স ফ্রান্সেস এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতরের প্রধান আইএএস সচিব শান্তনু বসু।
কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল দিদিয়ার তালপাইন, নিকোলাস ফাসিনো, পরিচালক আলিয়ান্স ফ্রান্সেস এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতরের প্রধান আইএএস সচিব শান্তনু বসু।
advertisement
advertisement
advertisement