Alia Bhatt : কম খরচেই বিয়ের বাজার গরম করবেন? আলিয়ার মতো সাজতে রইল সহজ কিছু টিপস
- Published by:Aryama Das
Last Updated:
Alia Bhatt : বিয়ের দিনে নিউড লুক, সাদা শাড়ি আর হালকা গয়নায় সাজবেন তো ঠিক করে রেখেছিলেন, এইবার সময় এসেছে নিজের বিয়ের, তার আগে একবার চটজলদি ঝালিয়ে নিন সেই লুক...
চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। রণবীর কাপুরের বাড়ি 'বাস্তু'তে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। আলিয়া-রণবীরকে একেবারেই রাজ পরিবারের নবদম্পতির মতোই দেখাচ্ছিল। মূলত আলিয়ার সাজ দেখে বহু মানুষের মনে মনে বাসনা জেগেছে আলিয়ার মতো করেই সুন্দর করে সাজবেন নিজের বিয়ের দিনে। বিয়ের দিনে নিউড লুক, সাদা শাড়ি আর হালকা গয়নায় সাজবেন তো ঠিক করে রেখেছিলেন, এইবার সময় এসেছে নিজের বিয়ের, তার আগে একবার চটজলদি ঝালিয়ে নিন সেই লুক...
advertisement
উজ্জ্বল দেখাতে মেকআপ নয়, ত্বকের যত্ন নিন আপনি আপনার বিয়ের রাতে সাজার জন্য সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট বুক করেছেন৷ সেদিনের সেরা আকর্ষণ আপনিই৷ তাতে একদমই ভুল নেই৷ তবে বিয়ের দিনের আগের কয়েক মাস ত্বকের যত্ন নিন৷ ত্বক ভিতর থেকে গ্লো করলে আপনি এমনিতেই দেখাবেন সুন্দর, ফলে তারপর হালকা নিউড মেকাপেই আপনাকেও দেখাবে আলিয়ার মতো রাজকীয়৷ ত্বকের যত্ন নিতে ক্লিনসিং, ময়শ্চারাইসিং এবং সানস্ক্রিন ব্যবহার করতে হবে অবশ্যই৷
advertisement
দ্য মিনিমাল লুক মেহেন্দি থেকে শুরু করে মানানসই টিপ, পুরোটাই ছিল ছোট্ট এবং সুন্দর৷ গাঢ় স্মোকি লুক না করে হালকা বাদামী কাজল আর হালকা আই স্যাডো দিয়ে বানিয়ে ফেলুন দ্য মিনিমাল লুক৷ চোখের উপর ছিল কিছুটা তামাটে লুক এবং ঠোঁটে খুব বেশি হলে নিউড এবং হালকা গোলাপি লিপস্টিক৷ আর গালে হালকা টিন্ট দিয়ে আপনার সৌন্দর্য্য সম্পূর্ণ হবে৷
advertisement
advertisement
advertisement