হোম » ছবি » বিনোদন » আমির খানের সঙ্গে তাঁকে নিয়ে গুঞ্জন তুঙ্গে! দুধসাদা পোশাকে পারদ চড়ালেন ফাতিমা
Fatima Sana Shaikh : আমির খানের সঙ্গে তাঁকে নিয়ে গুঞ্জন তুঙ্গে! দুধসাদা পোশাকে নেটিজেনদের মুগ্ধ করলেন ফাতিমা
Bangla Digital Desk
1/ 10
দুঃস্থ, বস্তিবাসী পড়ুয়াদের শিক্ষার আলোয় আনতে শিলিগুড়িতে চালু হল e- শিক্ষা কেন্দ্র! প্রথম দফায় মাটিগাড়ায় সেন্টারের উদ্বোধন করলো শিলিগুড়ি পুলিশ!
2/ 10
নিজের বাড়ির ছাদেই এই দুধসাদা পোশাকে ফোটোশ্যুট করতে দেখা যায় ফাতিমাকে। এথনিক পোশাকের সঙ্গে মানানসই সাজ রেখেছেন তিনি।
3/ 10
ঘন নীল আকাশের সামনে সাদা পোশাকে ফাতিমা। ঠিক যেন কোনও স্বপ্ন সুন্দরী।
4/ 10
নুডল স্ট্র্যাপ শারার সঙ্গে একটি স্টেটমেন্ট কানের দুল পরেছে ফাতিমা। সঙ্গে হালকা মেক আপ।
5/ 10
ফাতিমা সানা শেখের সৌন্দর্যের ভক্ত অনেকেই। তবে এই সাদা শারারাতে বহু নেটিজেনের মন জয় করেছেন তিনি।
6/ 10
অভিনেতা আমির খান (Aamir Khan) ও তাঁর স্ত্রী তথা প্রযোজক কিরণ রাও চলতি বছরের জুলাই মাসে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। আর তার পর থেকেই খবরে উঠে আসছেন ফাতিমা।
7/ 10
কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরেই দঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমির খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হয় নেটদুনিয়ায়।
8/ 10
অনেকেই আন্দাজ করেন, ফাতিমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে বলে কিরণের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন আমির। কিন্তু আমির ও ফাতিমা কেউই এই বিষয়ে মুখ খোলেননি।
9/ 10
আমির খানের ছবি দঙ্গল থেকেই বলিউডে প্রথম জনপ্রিয়তা পান ফাতিমা সানা শেখ। প্রথম ছবিতেই অভিনয়ে মুগ্ধ করেছিলেন তিনি।
10/ 10
তবে অনেক ছোট থেকেই বলিউডে কাজ করছেন তিনি। তাঁর উল্লেখ্য ছবিগুলির মধ্যে আছে থাগস অফ হিন্দুস্থান ও লুডো।
Fatima Sana Shaikh : আমির খানের সঙ্গে তাঁকে নিয়ে গুঞ্জন তুঙ্গে! দুধসাদা পোশাকে নেটিজেনদের মুগ্ধ করলেন ফাতিমা
অভিনেতা আমির খান (Aamir Khan) ও তাঁর স্ত্রী তথা প্রযোজক কিরণ রাও চলতি বছরের জুলাই মাসে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। আর তার পর থেকেই খবরে উঠে আসছেন ফাতিমা।