OTT: বাজেট ছিল ৩১০ কোটি টাকা, কিন্তু মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, তবে ওটিটি-তে ৭ বছর ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
শুধু নতুন ছবিই নয়, অনেকে ওটিটি-তে পুরনো দিনের ছবিও দেখেন। আবার কেউ কেউ শুধুমাত্র হিট ছবিই দেখেন না, ফ্লপ মুভিও অনেক সময় দেখে থাকেন। তাতে অবশ্য বোঝা যায় যে, ছবিটি কেন বক্স অফিসে ধরাশায়ী হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এমন এক ফ্লপ মুভির বিষয়ে কথা বলে নেব।
advertisement
advertisement
advertisement
আজ থেকে প্রায় সাত বছর আগে এই ফ্লপ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। মুক্তির পর প্রথম দিন থেকেই তা ভক্তদের মনে দাগ কাটতে পারেনি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান এবং অমিতাভ বচ্চনের মতো বলিউডের সুপারস্টার। এই ছবিতে বেশ কিছু দৃশ্যে ভিএফএক্স এবং গ্রাফিক্সের ব্যবহার দেখা গিয়েছে। কিন্তু কোনও ছবির ক্ষেত্রে গল্প জোরালো না হলে সে যা-ই ব্যবহার করা হোক না কেন, তাতে কিছুই লাভ হয় না। সেই কারণেই আরও মুখ থুবড়ে পড়েছিল এই ছবিটি।
advertisement
আসলে এই ছবির জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা। একাধিক সুপারস্টার অভিনয় করেছেন। তবে এত কিছু থাকা সত্ত্বেও ‘ঠাগস অফ হিন্দুস্তান’ ছবিতে তেমন শক্তিশালী গল্প না থাকায় তা দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এর বাজেট ছিল ৩১০ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে সাকুল্যে এর সংগ্রহ ছিল ১৫১.১৯ কোটি টাকা। তবে বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, সারা বিশ্বে এই ছবিটি আয় করেছিল ৩২২.০৭ কোটি টাকা।
advertisement
এই ছবিতে আমির খান এবং অমিতাভ বচ্চনের পাশাপাশি অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং ফতিমা সানা শেখের মতো অভিনেত্রীরা। আসলে এই ছবির জন্য এমন একটি গল্প বাছা হয়েছিল, যা সব সময় দেখা যায় কিংবা শোনা যায়। কিন্তু একই ধারার গল্প হওয়া সত্ত্বেও সেটিকে নতুন করে উপস্থাপন করাটাই পরিচালকের কৃতিত্ব। কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন পরিচালক বিজয় কৃষ্ণ।
advertisement
এই ছবির প্রেক্ষাপটে রয়েছে ১৭৯৫ সালের ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আজাদ (এই চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ) গেরিলা যুদ্ধে যোগদান করেছিলেন। ব্রিটিশরা তাঁর সঙ্গে একটি খেলা খেলেন। তারা নিয়ে আসে ফিরাঙ্গি মাল্লা নামে এক প্রতারককে (এই চরিত্রে দেখা গিয়েছে আমিরকে)। যিনি ব্রিটিশদের হয়ে কাজ করেন। এভাবেই এগিয়েছে ছবির গল্প। যা দর্শক-মনে জায়গা করে নিতে পারেনি।