Dolon Roy Deepankar De: ভালোবাসার অন্য ভাষা! বয়স যখন হার মানে প্রেমের কাছে, স্বামীর জন্মদিনে 'সোহাগে আদরে' পোস্ট দোলনের...

Last Updated:
Dolon Roy Deepankar De: অসমবয়সী প্রেমের এক জ্বলজ্যান্ত উদাহরণ দীপঙ্কর দে ও দোলন রায়। অসুস্থতা থেকে আনন্দ উৎসব, কখনই দীপঙ্করের পাশ ছাড়া হননি দোলন। জন্মদিনে লিখলেন...
1/8
একে অপরের ভালবাসায় বুঁদ দোলন রায়, দীপঙ্কর দে। বয়সের কোনও বাঁধা না মেনেই গাঁটছড়া বেঁধেছেন দুজনে। ভালো আছেন। প্রেমের আবার বয়স হয় নাকি! ভালোবাসা তো কোনওদিনই স্থান-কাল-পাত্র বা বয়স বিবেচনা করে হয় না। তেমনই এক জুটি দীপঙ্কর দে আর দোলন রায়।
একে অপরের ভালবাসায় বুঁদ দোলন রায়, দীপঙ্কর দে। বয়সের কোনও বাঁধা না মেনেই গাঁটছড়া বেঁধেছেন দুজনে। ভালো আছেন। প্রেমের আবার বয়স হয় নাকি! ভালোবাসা তো কোনওদিনই স্থান-কাল-পাত্র বা বয়স বিবেচনা করে হয় না। তেমনই এক জুটি দীপঙ্কর দে আর দোলন রায়।
advertisement
2/8
সোশ্যাল মিডিয়া পেজে বারবারই ধরা পড়ে তাঁদের ভালোবাসার ছবি। এবার স্বামী দীপঙ্কর দে'র জন্মদিনেও দেখা গেল সেই ছবি, যার প্রতিটি ফ্রেম ভরপুর ভালোবাসার সাক্ষী।
সোশ্যাল মিডিয়া পেজে বারবারই ধরা পড়ে তাঁদের ভালোবাসার ছবি। এবার স্বামী দীপঙ্কর দে'র জন্মদিনেও দেখা গেল সেই ছবি, যার প্রতিটি ফ্রেম ভরপুর ভালোবাসার সাক্ষী।
advertisement
3/8
বিয়ের সময় দীপঙ্করের বয়স ছিল ৭৫, দোলন ৪৯, দুজনের মধ্যে বয়সের ফারাক ২৫ বছরেরও বেশি। কিন্তু তাতে মিঞা-বিবির কিছুই যায় আসে না! তাঁরা নিজেদের ভালবাসায় এতটাই বুঁদ, যে দুনিয়া কি বলল, কী ভাবল, কুছ পরোয়া নেহি!
বিয়ের সময় দীপঙ্করের বয়স ছিল ৭৫, দোলন ৪৯, দুজনের মধ্যে বয়সের ফারাক ২৫ বছরেরও বেশি। কিন্তু তাতে মিঞা-বিবির কিছুই যায় আসে না! তাঁরা নিজেদের ভালবাসায় এতটাই বুঁদ, যে দুনিয়া কি বলল, কী ভাবল, কুছ পরোয়া নেহি!
advertisement
4/8
বিভিন্ন মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে দোলন রায় লেখেন, "জীবন মানে অনেক আধার একটু খানি আলো, সেই আলোতেই হৃদয় ভরুক, মুহূর্ত কাটুক ভালো, বছর বছর ফিরে আসুক তোমার জন্মদিন। Photo: Facebook
বিভিন্ন মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে দোলন রায় লেখেন, "জীবন মানে অনেক আধার একটু খানি আলো, সেই আলোতেই হৃদয় ভরুক, মুহূর্ত কাটুক ভালো, বছর বছর ফিরে আসুক তোমার জন্মদিন। Photo: Facebook
advertisement
5/8
দীপঙ্কর দে ও দোলন রায় এই দুজনের সম্পর্ক কার্যত উদাহরণ হয়ে ধরা দিয়েছে বাংলার কাছে। অসমবয়সী প্রেমের এক জ্বলজ্যান্ত উদাহরণ তাঁরা। অসুস্থতা থেকে আনন্দ উৎসব, কখনোই দীপঙ্করের পাশ ছাড়া হননি দোলন। জন্মদিনে লিখলেন, "তুমি সুস্থ থেকো, ভালো থেকো, তোমার দীর্ঘ-আয়ু হোক... ঈশ্বর কাছ থেকে এইটুকু কামনা, আর কিছু চাই না।
দীপঙ্কর দে ও দোলন রায় এই দুজনের সম্পর্ক কার্যত উদাহরণ হয়ে ধরা দিয়েছে বাংলার কাছে। অসমবয়সী প্রেমের এক জ্বলজ্যান্ত উদাহরণ তাঁরা। অসুস্থতা থেকে আনন্দ উৎসব, কখনোই দীপঙ্করের পাশ ছাড়া হননি দোলন। জন্মদিনে লিখলেন, "তুমি সুস্থ থেকো, ভালো থেকো, তোমার দীর্ঘ-আয়ু হোক... ঈশ্বর কাছ থেকে এইটুকু কামনা, আর কিছু চাই না।
advertisement
6/8
দীপঙ্কর আর দোলন যে সময়টায় লিভ-ইন শুরু করেছিলেন, সে সময়ে লিভ-ইনের এতটা চল ছিল না। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা আর দোলন সবে কেরিয়ার শুরু করেছেন।
দীপঙ্কর আর দোলন যে সময়টায় লিভ-ইন শুরু করেছিলেন, সে সময়ে লিভ-ইনের এতটা চল ছিল না। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা আর দোলন সবে কেরিয়ার শুরু করেছেন।
advertisement
7/8
একে বয়সের এতটা ফারাক তার মধ্যে লিভ-ইন, বহু সমালোচনা, বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত নানা গসিপ।
একে বয়সের এতটা ফারাক তার মধ্যে লিভ-ইন, বহু সমালোচনা, বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত নানা গসিপ।
advertisement
8/8
কিন্তু সেসব দিন আজ অতীত। ২২ বছরের বেশি সময় একসঙ্গে থাকার পর, ২০২০ সালের ১৬ জানুয়ারি আইনত বিয়ে করেন দোলন রায় এবং দীপঙ্কর দে।
কিন্তু সেসব দিন আজ অতীত। ২২ বছরের বেশি সময় একসঙ্গে থাকার পর, ২০২০ সালের ১৬ জানুয়ারি আইনত বিয়ে করেন দোলন রায় এবং দীপঙ্কর দে।
advertisement
advertisement
advertisement