

• রীতিমতো হইহই করে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু ৷ গোলাপি রঙের পোশাকে কাজল-গৌতম নজর কেড়েছিলেন সবার ৷ হলদি অনুষ্ঠান থেকে বিয়ে ৷ সবেতেই বউয়ের সাজে প্রশংসা পেয়েছেন কাজল ৷ Pic: Instagram


• তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে মাস খানেক আগে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের খবর জানিয়েছিলেন ৷ Pic: Instagram


• শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ের তাজ মহল প্যালেসে বসেছিল তাঁর বিয়ের আসর। পাত্র, ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলু ৷ Pic: Instagram


• বিয়েতে বিয়েতে সংবাদ মাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে । করোনা পরিস্থিতিতে শুধুমাত্র নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হয়েছে কাজল-গৌতমের । Pic: Instagram


• বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার ডিজাইন করা অপূর্ব সুন্দর লালচে গোলাপী লেহেঙ্গায় সেজেছিলেন নায়িকা । Pic: Instagram


• গৌতম পরেছিলেন ডিজাইনার অনিতা ডোংরের বেজ কালারের শেরওয়ানি-কুর্তা । কাজল-গৌতমের স্টাইলিস্ট ছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট আমি প্যাটেল । Pic: Instagram


• অসাধারণ সূক্ষ্ম কাজের এই লেহেঙ্গাটি বানিয়ে দেওয়ার জন্য অনামিকাকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদও জানিয়েছেন নায়িকা । ২০ জন দক্ষ কারিগরের ১ মাস সময় লেগেছে এই লেহেঙ্গা বানাতে । প্রচুর মুক্তো খচিত রয়েছে এতে । Pic: Instagram


• বিয়ের আগে পর্যন্ত হবু স্বামীর সঙ্গে কোথাও দেখা যায়নি কাজলকে । কোনও ছবিও শেয়ার করেননি তাঁরা । কাজল বরাবরই একটু প্রাইভেট পার্সন । ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি । বিয়ের অনুষ্ঠানেও সেই ছায়াই দেখা গেল । Pic: Instagram


• বিয়ের মাত্র চার দিন আগে দশেরা উপলক্ষে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর হবু স্বামীর । একসঙ্গে সকলকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী । Pic: Instagram