Bollywood News: ১৪ বছরে অভিনয় শুরু, এক বছরে ১২টা সিনেমা, হিট -এর রেকর্ড! ১৮ বছরে ধর্ম বদলে লুকিয়ে বিয়ে, পরের বছরই ভয়াবহ মৃত্যু... শাহরুখের নায়িকার নির্মম পরিণতি

Last Updated:
দিব্যা ভারতী ৯০-এর দশকের গোড়ায় বলিউডের উজ্জ্বল তারকা ছিলেন. ১৯৯২ সালে ১২টি ছবিতে অভিনয় করে রেকর্ড গড়েন. ১৯৯৩ সালে রহস্যমৃত্যু হয় তাঁর. আজও ভক্তদের মনে অমর.
1/6
৯০-এর দশকের গোড়ার দিকে দিব্যা ভারতী ছিলেন বলিউডের অন্যতম উজ্জ্বল তারকা। মাত্র ১৪ বছর বয়সে মডেলিং-এ নিজের কেরিয়ার শুরু করার পর, তাঁর চেহারা এবং আত্মবিশ্বাস দ্রুত তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। ১৯৯০ সালে এক তামিল ছবি দিয়ে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তেলেগু ছবি ববিলি রাজা তাঁকে আরও জনপ্রিয়তা এনে দেয়়।
৯০-এর দশকের গোড়ার দিকে দিব্যা ভারতী ছিলেন বলিউডের অন্যতম উজ্জ্বল তারকা। মাত্র ১৪ বছর বয়সে মডেলিং-এ নিজের কেরিয়ার শুরু করার পর, তাঁর চেহারা এবং আত্মবিশ্বাস দ্রুত তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। ১৯৯০ সালে এক তামিল ছবি দিয়ে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তেলেগু ছবি ববিলি রাজা তাঁকে আরও জনপ্রিয়তা এনে দেয়়।
advertisement
2/6
১৯৯২ সালে, দিব্যা ভারতী বিশ্বাত্মা (১৯৯২) ছবির মাধ্যমে বলিউডে পা দেন। ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন পরমা সুন্দরী এই নায়িকা। বেশ কয়েকটি সফল ছবি উপহার দেন। উল্লেখযোগ্যভাবে, তিনি ১৯৯২ সালেই ১২টি ছবিতে অভিনয় করেন, যা এখনও অটুট একটি রেকর্ড।
১৯৯২ সালে, দিব্যা ভারতী বিশ্বাত্মা (১৯৯২) ছবির মাধ্যমে বলিউডে পা দেন। ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন পরমা সুন্দরী এই নায়িকা। বেশ কয়েকটি সফল ছবি উপহার দেন। উল্লেখযোগ্যভাবে, তিনি ১৯৯২ সালেই ১২টি ছবিতে অভিনয় করেন, যা এখনও অটুট একটি রেকর্ড।
advertisement
3/6
১৯৯৩ সালের ৫ এপ্রিল নিজের বাড়ির ঝুলবারান্দা থেকে পড়ে রহস্যমৃত্যু হয়েছিল তাঁর। এই খবরে হতবাক হয়ে যান তাঁর ভক্তরা। আজ তাঁর মৃত্যুর ৩২ বছর পরেও তিনি ভক্তদের মনে যেন অমর হয়ে রয়েছেন। বলিউডে এক বছরের মধ্যেই দিব্যা ভারতী এমন এক কাজ করেছিলেন, যা করতে পারেননি বড় বড় অভিনেত্রীরাও। এক বছরেই সর্বোচ্চ সংখ্যক হিট দিয়ে একটি বড়সড় রেকর্ড গড়তে পেরেছিলেন তিনি। এখনও পর্যন্ত দিব্যা ভারতীর রেকর্ড ভাঙতে পারেননি কোনও অভিনেত্রীই।
১৯৯৩ সালের ৫ এপ্রিল নিজের বাড়ির ঝুলবারান্দা থেকে পড়ে রহস্যমৃত্যু হয়েছিল তাঁর। এই খবরে হতবাক হয়ে যান তাঁর ভক্তরা। আজ তাঁর মৃত্যুর ৩২ বছর পরেও তিনি ভক্তদের মনে যেন অমর হয়ে রয়েছেন। বলিউডে এক বছরের মধ্যেই দিব্যা ভারতী এমন এক কাজ করেছিলেন, যা করতে পারেননি বড় বড় অভিনেত্রীরাও। এক বছরেই সর্বোচ্চ সংখ্যক হিট দিয়ে একটি বড়সড় রেকর্ড গড়তে পেরেছিলেন তিনি। এখনও পর্যন্ত দিব্যা ভারতীর রেকর্ড ভাঙতে পারেননি কোনও অভিনেত্রীই।
advertisement
4/6
১৯৯২ সালের ১০ মে যখন গোপনে বিয়ে করেন, তখন দিব্যা ভারতীর বয়স মাত্র ১৮ বছর। জন্মসূত্রে হিন্দু হওয়ায় তিনি ধর্মবদল করেন এবং 'সানা' নাম ধারণ করেন।
১৯৯২ সালের ১০ মে যখন গোপনে বিয়ে করেন, তখন দিব্যা ভারতীর বয়স মাত্র ১৮ বছর। জন্মসূত্রে হিন্দু হওয়ায় তিনি ধর্মবদল করেন এবং 'সানা' নাম ধারণ করেন।
advertisement
5/6
মাত্র এক বছর পরেই দিব্যা ভারতীর জীবন শেষ হয়ে যায়। ৫ এপ্রিল, ১৯৯৩ সালে, মাত্র ১৯ বছর বয়সে, তিনি তাঁর মুম্বইয়ের আবাসনের বারান্দা থেকে পড়ে মারা যান। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
মাত্র এক বছর পরেই দিব্যা ভারতীর জীবন শেষ হয়ে যায়। ৫ এপ্রিল, ১৯৯৩ সালে, মাত্র ১৯ বছর বয়সে, তিনি তাঁর মুম্বইয়ের আবাসনের বারান্দা থেকে পড়ে মারা যান। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
advertisement
6/6
ধীরে ধীরে তাঁর মৃত্যুরহস্য চাপা পড়ে যায়। এ অপূরণীয় ক্ষতির আজও সমাধান হয়নি। তবে ভক্তদের মনে তাঁর স্থান অটুট।
বি-টাউনে এমন একজন অভিনেত্রী রয়েছেন, যিনি কৃতিত্বের দৌড়ে শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিতকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছিলেন। এমনকী আজও কেউই তাঁর সেই রেকর্ড ভাঙতে পারেননি। কিন্তু কীরকম সেই রেকর্ড? আসলে এক বছরে ১২টি ছবিতে কাজ করেছেন ওই অভিনেত্রী। বলা হয় যে, প্রতি মাসে একটি ছবির শ্যুটিং শেষ করতে পারদর্শী ছিলেন তিনি। তবে মাত্র ১৯ বছর বয়সে মর্মান্তিক পরিণতি হয়েছিল তাঁর।
advertisement
advertisement
advertisement