Didi No 1 Grand Finale: দিদিদের লড়াই, রচনার মঞ্চে জয়ীর মুকুট পরবেন কে? আগে জেনে নিন উত্তর

Last Updated:
Rachana Banerjee: সেরার সেরা হবেন কোন দিদি? সেই উত্তর জেনে নিন সময়ের আগে
1/7
বাংলার সেরা রিয়ালিটি শোয়ের মধ্যে অন্যতম দিদি নম্বর ১৷ সেরার সেরা হবেন কোন দিদি? সেই উত্তর জেনে নিন সময়ের আগে৷ আজ, রবিবার, ২১ জুলাই দিদি নম্বর ১-এর গ্র্যান্ড ফিনালে৷
বাংলার সেরা রিয়ালিটি শোয়ের মধ্যে অন্যতম দিদি নম্বর ১৷ সেরার সেরা হবেন কোন দিদি? সেই উত্তর জেনে নিন সময়ের আগে৷ আজ, রবিবার, ২১ জুলাই দিদি নম্বর ১-এর গ্র্যান্ড ফিনালে৷
advertisement
2/7
সেখানে উপস্থিত থাকবেন সেরার সেরা দিদিরা৷ এদিন প্রতিনিধিত্ব করবেন মুর্শিদাবাদ, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুরের দিদিরা৷ গত কয়েক মাস এই দিদিরা আরও অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে শেষ পর্বের জন্য নিজেদের যোগ্যতা অর্জন করেছেন৷
সেখানে উপস্থিত থাকবেন সেরার সেরা দিদিরা৷ এদিন প্রতিনিধিত্ব করবেন মুর্শিদাবাদ, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুরের দিদিরা৷ গত কয়েক মাস এই দিদিরা আরও অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে শেষ পর্বের জন্য নিজেদের যোগ্যতা অর্জন করেছেন৷
advertisement
3/7
গত কয়েক মাস এই দিদিরা আরও অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে শেষ পর্বের জন্য নিজেদের যোগ্যতা অর্জন করেছেন৷
গত কয়েক মাস এই দিদিরা আরও অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে শেষ পর্বের জন্য নিজেদের যোগ্যতা অর্জন করেছেন৷
advertisement
4/7
এ মঞ্চ মহিলাদের জন্য, এবং এখানে মহিলারা ভাগ করে নেন তাঁদের জীবনের গল্প৷ নিজেদের লড়াই, সংগ্রামের কথা তাঁরা টিভির পর্দায় বলে অন্যদেরও মনে সাহস জোগান৷
এ মঞ্চ মহিলাদের জন্য, এবং এখানে মহিলারা ভাগ করে নেন তাঁদের জীবনের গল্প৷ নিজেদের লড়াই, সংগ্রামের কথা তাঁরা টিভির পর্দায় বলে অন্যদেরও মনে সাহস জোগান৷
advertisement
5/7
এদের মধ্যে যে কোনও একজন পাবেন বাংলার দিদি নম্বর ওয়ান খেতাব৷ সঙ্গে থাকবে অনেক পুরস্কার৷ এদের কাছেও শুনবেন অনেক গল্প, জীবনের কাহিনি৷
এদের মধ্যে যে কোনও একজন পাবেন বাংলার দিদি নম্বর ওয়ান খেতাব৷ সঙ্গে থাকবে অনেক পুরস্কার৷ এদের কাছেও শুনবেন অনেক গল্প, জীবনের কাহিনি৷
advertisement
6/7
এদের সঙ্গেই মঞ্চে থাকবেন বিশিষ্ট গায়ক ইমন চট্টোপাধ্যায় এবং অনীক ধর৷
এদের সঙ্গেই মঞ্চে থাকবেন বিশিষ্ট গায়ক ইমন চট্টোপাধ্যায় এবং অনীক ধর৷
advertisement
7/7
 রবিবার রাত ৮.৩০ দেখা যাবে এই বিশেষ পর্ব৷ কার হাতে উঠবে এই বিশেষ ট্রোফি? তা জানতে আর একটু অপেক্ষা করতে হবে৷
রবিবার রাত ৮.৩০ দেখা যাবে এই বিশেষ পর্ব৷ কার হাতে উঠবে এই বিশেষ ট্রোফি? তা জানতে আর একটু অপেক্ষা করতে হবে৷
advertisement
advertisement
advertisement