ফিল্মি দুনিয়ার প্রভাবশালী পরিবারের তিন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে রয়েছে কাজের রেকর্ড, বলিউডেও দাপটের সঙ্গে কাজ করে নজির গড়েছেন এই অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বলিউড থেকে দক্ষিণী জগৎ- সব জায়গায় ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। তিন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে চুটিয়ে কাজ করে চলেছেন তিনি।
অধিকাংশ দক্ষিণী ছবিতেই কাজ করেছেন রম্যা কৃষ্ণণ। তবে বলিউডেও তিনি প্রচুর কাজ করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। বলাই বাহুল্য যে, নিজের কেরিয়ারে দুর্ধর্ষ সাফল্যের অধিকারিণী তিনি। বলিউড থেকে দক্ষিণী জগৎ- সব জায়গায় ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। তিন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে চুটিয়ে কাজ করে চলেছেন তিনি।
advertisement
আগেকার দিনে অভিনেত্রীরা বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে রাজত্ব করতেন। তবে বর্তমান সময় কিন্তু একেবারেই আগের মতো নেই। আসলে আজকাল যদি কোনও অভিনেত্রীর তিন থেকে চারটি ছবি টানা ফ্লপ করে, তাহলে অভিনেত্রীর হাতে আর কাজ থাকে না। আবার কোনও অভিনেত্রী যদি নায়িকার চরিত্র বাদ দিয়ে পার্শ্বচরিত্র করতে থাকেন, তাহলে তাঁর উপর ক্যারেক্টার আর্টিস্টের তকমা লেগে যায়। আজ বহু নায়িকার অবস্থা এই রকম জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু এঁদের থেকে সম্পূর্ণ আলাদা রম্যা কৃষ্ণণ।
advertisement
আসলে মাত্র ২-৩ জন নায়িকা রয়েছেন, যাঁদের কেরিয়ারের মেয়াদ ১০ বছরেরও বেশি টিকেছে। যদিও একটা সময় ছিল, যখন নায়িকাদের কেরিয়ারের মেয়াদ ১৫ বছরেরও বেশি হত। ইন্ডাস্ট্রিতে পা রেখেই সাফল্য মিললে আর তাঁদের পিছন ফিরে তাকাতে হত না। ভক্তরা রীতিমতো পুজো করে মনে জায়গা দিতেন তাঁদের। এমনই একজন অভিনেত্রী রম্যা। প্রায় ২ দশক ধরে নায়িকা হিসেবে চুটিয়ে কাজ করেছেন।
advertisement
১৯৮৪ সালে ‘কাঞ্চু কাগাড়া’ ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয়েছিল রম্যার। সেই সময়কার সকল তারকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রায় ১৫ বছর ধরে তারকা নায়িকার তকমা ধরে রেখেছিলেন অভিনেত্রী। এমনকী তারপরেও তিনি নায়িকা চরিত্রে কাজ করেছেন। চিরঞ্জীবী, নাগার্জুন, বালায়া, ভেঙ্কি মামা, মোহনবাবু, রাজেন্দ্র প্রসাদের মতো সেই সময়কার দাপুটে অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন রম্যা। এদিকে ১৯৯৩ সালে ‘খলনায়ক’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল রম্যাকে।
advertisement
advertisement
আসলে আক্কিনেনি পরিবারের তিন প্রজন্মের অভিনেতা - ঠাকুর্দা, বাবা, ছেলে অর্থাৎ সেই নাগেশ্বর রাও থেকে শুরু করে আক্কিনেনি অখিলের সঙ্গে পর্যন্ত অভিনয় করেছেন রম্যা। আগে আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের সঙ্গে ‘সূত্রাধারু’, ‘দাড়ুগু মুতা দাম্পত্যম’ এবং ‘ইদ্দারে দিভান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। যদিও এই তিনটি ছবিতেই আক্কিনেনি নাগেশ্বর রাওকে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল। আবার নাগেশ্বর-পুত্র নাগার্জুনের বিপরীতে নায়িকা হিসেবেও অভিনয় করেছেন অভিনেত্রী। একাধিক ব্লকবাস্টার ছবি রয়েছে এই জুটির ঝুলিতে।
advertisement
এর মধ্যে অন্যতম হল ‘সঙ্কীর্তনা’, ‘হ্যালো ব্রাদার’, ‘চন্দ্রলেখা’, ‘আন্নামায়া’, ‘আল্লারি আল্লুড়ু’। এখানেই শেষ নয়, আবার নাগার্জুনের বড় ছেলে নাগা চৈতন্যর সঙ্গেও অভিনয় করেছেন। একটি ছবিতে নাগা চৈতন্যর শাশুড়ি মা এবং অন্য একটি ছবিতে অভিনেতার ঠাকুরমার ভূমিকায় দেখা গিয়েছিল রম্যাকে। আবার নাগার্জুনের ছোট পুত্র অখিলের সঙ্গেও ‘হ্যালো’ ছবিতে অভিনয় করেছেন রম্যা। এভাবেই আক্কিনেনি পরিবারের তিন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে অভিনয় করে এক রেকর্ড গড়েছেন এই দাপুটে অভিনেত্রী।