Parineeti-Raghav: দিদির পছন্দের জায়গাতেই কি বসছে রাজকীয় বিয়ের আসর? ফাঁস রাঘব-পরিণীতির ওয়েডিং ভেন্যু
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Parineeti-Raghav: সূত্র বলছে, পরিণীতি ও রাঘবের বিয়ের আসর বসতে চলেছে উমেদ ভবনে৷ যোধপুরের এই প্রাসাদেই বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর৷ দিদির দেখানো পথেই নাকি হাঁটবেন বোন পরিণীতি চোপড়া৷ যদিও তা আগেই অনুমান করেছিলেন ভক্তরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
গত মাসেই দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। অনুষ্ঠানে পরিণীতির বোন তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সহ শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। আপাতত পরিণীতির বিয়ে নিয়ে তর্জা তুঙ্গে৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে 'চামকিলা' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী।