দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে দিয়া মির্জা ! ৩৯ বছর বয়সে চুপি-চুপি বিয়ের প্ল্যান নায়িকার !

Last Updated:
এর আগে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সাহিল সাঙ্ঘিকে।
1/5
দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন দিয়া মির্জা (Dia Mirza)। সামনের ১৫ তারিখ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি বিয়ে সারবেন তিনি। তবে এবারের প্রেম পর্বকে মিডিয়ার আড়ালেই রেখেছিলেন দিয়া। photo source collected
দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন দিয়া মির্জা (Dia Mirza)। সামনের ১৫ তারিখ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি বিয়ে সারবেন তিনি। তবে এবারের প্রেম পর্বকে মিডিয়ার আড়ালেই রেখেছিলেন দিয়া। photo source collected
advertisement
2/5
এর আগে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সাহিল সাঙ্ঘিকে। প্রথমে সুখেই ঘর করছিলেন। কিন্তু তারপর হঠাৎ দাম্পত্য কলহ শুরু। এবং ২০১৯-এ বিবাহ বিচ্ছেদ। ১১ বছর ধরে প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা।photo source collected
এর আগে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সাহিল সাঙ্ঘিকে। প্রথমে সুখেই ঘর করছিলেন। কিন্তু তারপর হঠাৎ দাম্পত্য কলহ শুরু। এবং ২০১৯-এ বিবাহ বিচ্ছেদ। ১১ বছর ধরে প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা।photo source collected
advertisement
3/5
তারপরই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে। তাঁদের এক সঙ্গে কোথাও ঘুরতে দেখা যায়নি। তবে এবার একেবারে বিয়ে সেরে ফেলবেন দিয়া। photo source collected
তারপরই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে। তাঁদের এক সঙ্গে কোথাও ঘুরতে দেখা যায়নি। তবে এবার একেবারে বিয়ে সেরে ফেলবেন দিয়া। photo source collected
advertisement
4/5
জানা গিয়েছে, নিজের বাড়িতেই বিয়ে করবেন তিনি। কোনও বলিউড সেলেবদের ডাকবেন না। আত্মীয়দের নিয়ে ছোট করেই হবে বিয়ে। photo source collected
জানা গিয়েছে, নিজের বাড়িতেই বিয়ে করবেন তিনি। কোনও বলিউড সেলেবদের ডাকবেন না। আত্মীয়দের নিয়ে ছোট করেই হবে বিয়ে। photo source collected
advertisement
5/5
প্রথমে এই বিয়ে নিয়ে কানাঘুষো ছিল। কিন্তু বিয়ের খবরকে উড়িয়ে দেননি দিয়া। নতুন করে আবার জীবন শুরু করতে চান ৩৯ বছর বয়সী অভিনেত্রী। photo source collected
প্রথমে এই বিয়ে নিয়ে কানাঘুষো ছিল। কিন্তু বিয়ের খবরকে উড়িয়ে দেননি দিয়া। নতুন করে আবার জীবন শুরু করতে চান ৩৯ বছর বয়সী অভিনেত্রী। photo source collected
advertisement
advertisement
advertisement