

Dia Mirza এখন স্বামী বৈভবের সঙ্গে রয়েছেন মলদ্বীপে। ছুটি কাটাতে গিয়েছেন। বলা যায় দ্বিতীয় বিয়ের হানিমুনে গিয়েছেন দিয়া। (Image: Instagram)


Dia Mirza সাদা ড্রেস মোহময় হয়ে উঠেছে। কিন্তু স্বামীর সঙ্গে হানিমুনে গিয়েও শান্তি নেই নায়িকার। (Image: Instagram)


যৌনাঙ্গ নিয়ে করলেন অভিযোগ। মলদ্বীপেও তাঁর নজরে পড়েছে দূষণ। ছড়িয়ে ছিঁটিয়ে থাকা নোংরা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি। (Image: Instagram)


Dia Mirza তাঁর অভিযোগ তুলে ধরেছেন ট্যুইটারে। সম্প্রতি একটি গবেষণা চাঞ্চল্য তেরি করেছে। বলা হচ্ছে পরিবেশ দূষণের জন্যই পুরুষদের যৌনক্ষমতা কমছে। এমনকি শিশুরা ছোট যৌনাঙ্গ নিয়ে জন্মাচ্ছে। (Image: Instagram)


দিয়া মির্জা তাঁর ট্যুইটে এই গবেষণা শেয়ার করে সকলকে বলেন দূষণ কম করতে। তাঁর চিন্তার যথেস্ট কারণ আছে বইকি ! (Image: Instagram)


তবে এই পোস্ট করে বেকায়দায় পড়েছেন নায়িকা। স্বামীর সঙ্গে হানিমুনে গিয়ে হঠাৎ যৌনাঙ্গ নিয়ে কেন চিন্তা করছেন তিনি। (Image: Instagram)


তবে কি দ্বিতীয় বিয়ের যৌন জীবন ততটা সুখের নয়। এই ধরণের প্রশ্ন তাঁকে করতে শুরু করেছেন নেটিজেনরা। হানিমুনে গিয়ে এসব কথা কেন? সমস্যাটা কার? এমন প্রশ্নের সামনেও পড়তে হয়েছে। যদিও সেসবের কোনও উত্তর দেননি নায়িকা। (Image: Instagram)


Dia Mirza-র ট্যুইট একেবারেই যুক্তিযুক্ত। একজন মানুষ হিসেবে পরিবেশ বাঁচানো সকলের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি সেই চেতনাই সজাগ করতে চেয়েছেন। (Image: Instagram)


যদিও সে সব নিয়ে ভাবার মেয়ে দিয়া নন। তিনি আপাতত স্বামীর সঙ্গে দারুণ মজা করে কাটাচ্ছেন। (Image: Instagram)