'আমার বহু বছরের প্রিয়তম জীবনসঙ্গী... শুধু এইটুকু বলতে চাই....!' ৮৮র ধর্মেন্দ্রকে 'ড্রিমগার্ল' হেমা কী লিখলেন জন্মদিনে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dharmendra Hema Malini Viral Post: অভিনেতার ৮৮তম জন্মদিনে পাশে ছিলেন না হেমা। ছেলে সানিকে নিয়ে জুহুর বাড়িতে সাততলা কেক কাটলেন ধর্মেন্দ্র। ভাসলেন আবেগে আদরে, ভালোবাসায়।
advertisement
advertisement
advertisement
জন্মদিনে "ডার্লিং পাপা"কে খোলাচিঠি লিখলেন এষা দেওল ও সানি দেওল। "গদর ২" অভিনেতা ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, "শুভ জন্মদিন বাবা। তোমাকে ভালবাসি।" বাবার সঙ্গে স্পেশ্যাল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেয়ে এষাও। মেয়ের কপালে স্নেহচুম্বন করছেন বাবা। মুখে আনন্দের হাসি। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, "শুভ জন্মদিন বাবা। তোমাকে ভালবাসি। আমি প্রার্থনা করি তুমি সবসময় সুখী, সুস্থ এবং শক্তিশালী থাকো।"
advertisement
পাশে না থাকলেও স্বামীর উদ্দেশে কি লিখলেন ‘ড্রিম গার্ল’?হেমা লেখেন, ‘‘আমার দীর্ঘদিনের জীবনসঙ্গীকে... তোমাকে সুখী, স্বাস্থ্যোজ্জ্বল এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা। তোমার হৃদয় ধারণ করতে পারে আমার সমস্ত ভালবাসা তুমি পাও। এই দিনটা সুখে ভরে যাক। আমি শুধু এটাই বলতে চাই এবং আশা করছি তুমি দেখতে পাচ্ছ যে তুমি কতটা স্পেশাল।’’
advertisement
advertisement