Deepika Padukone-Ranveer Singh : রামলীলার সেটে দীপিকা-রণবীর পরস্পরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন! কীভাবে তাঁদের হুঁশ ফিরেছিল জানেন?

Last Updated:
Deepika Padukone-Ranveer Singh : দীপিকা ও রণবীরের সেই গভীর উষ্ণ চুম্বন দেখে অবাক হয়েছিলেন দর্শকরাও।
1/8
রণবীর সিং ও দীপিকা পাডুকোন, এই রিয়্যাল-রিল লাইফ জুটির ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না। গোলিয়ো কি রাসলীলা-রামলীলা ছবিতেও এই তারকা জুটি রসায়নে ঝড় তুলেছিলেন। বিশেষ করে দীপিকা ও রণবীরের সেই গভীর উষ্ণ চুম্বন দেখে অবাক হয়েছিলেন দর্শকরাও।
রণবীর সিং ও দীপিকা পাডুকোন, এই রিয়্যাল-রিল লাইফ জুটির ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না। গোলিয়ো কি রাসলীলা-রামলীলা ছবিতেও এই তারকা জুটি রসায়নে ঝড় তুলেছিলেন। বিশেষ করে দীপিকা ও রণবীরের সেই গভীর উষ্ণ চুম্বন দেখে অবাক হয়েছিলেন দর্শকরাও।
advertisement
2/8
এই সময় থেকেই এই জুটি প্রেমে পড়েন। সেই প্রেমের পরিণতি বিয়ে একথা সকলেরই জানা। তবে এই ছবির সেটেই এমন একটা ঘটনা হয় যা দীপবীরের ভক্তদের অবাক করবে।
এই সময় থেকেই এই জুটি প্রেমে পড়েন। সেই প্রেমের পরিণতি বিয়ে একথা সকলেরই জানা। তবে এই ছবির সেটেই এমন একটা ঘটনা হয় যা দীপবীরের ভক্তদের অবাক করবে।
advertisement
3/8
রামলীলা ছবিতে সেই চুম্বন দৃশ্য নিয়ে সম্প্রতি রণবীর এক সাক্ষাৎকারে কথা বলেন। ফাঁস করেন এক বিস্ফোরক তথ্যও।
রামলীলা ছবিতে সেই চুম্বন দৃশ্য নিয়ে সম্প্রতি রণবীর এক সাক্ষাৎকারে কথা বলেন। ফাঁস করেন এক বিস্ফোরক তথ্যও।
advertisement
4/8
সাধারণত চুম্বন দৃশ্য হলেও সেখানেও অভিনয়ই করেন তারকারা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। দীপিকা ও রণবীর পরস্পরের ঠোঁটে  ঠোঁট ডুবিয়ে চুম্বন করছিলেন।
সাধারণত চুম্বন দৃশ্য হলেও সেখানেও অভিনয়ই করেন তারকারা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। দীপিকা ও রণবীর পরস্পরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন করছিলেন।
advertisement
5/8
তবে শুধুই অভিনয় নয়। বাস্তবেই সেই চুম্বনে ডুব দিয়েছিলেন দুই তারকা। কিছুতেই সেই চুম্বন থামাচ্ছিলেন না তাঁরা।
তবে শুধুই অভিনয় নয়। বাস্তবেই সেই চুম্বনে ডুব দিয়েছিলেন দুই তারকা। কিছুতেই সেই চুম্বন থামাচ্ছিলেন না তাঁরা।
advertisement
6/8
অবশেষে ছবির সেটে একটি ইট পড়ে। সেই শব্দে তাঁদের হুঁশ ফেরে। পরস্পরকে ছাড়েন তাঁরা তখন।
অবশেষে ছবির সেটে একটি ইট পড়ে। সেই শব্দে তাঁদের হুঁশ ফেরে। পরস্পরকে ছাড়েন তাঁরা তখন।
advertisement
7/8
রণবীর জানান, কিছু দৃশ্যের পরে কাট বলা হয়। কিন্তু অনেক সময়ে সেই দৃশ্য থেকে বেরোনো যায় না আমরা সেখানে এতটাই ঢুকে পড়ি। কাট বললে বরং আমরা তখন বিরক্ত বোধ করি। এরকমই ঘটেছিল রামলীলা ছবির শ্যুটিং এর সময়ে।
রণবীর জানান, কিছু দৃশ্যের পরে কাট বলা হয়। কিন্তু অনেক সময়ে সেই দৃশ্য থেকে বেরোনো যায় না আমরা সেখানে এতটাই ঢুকে পড়ি। কাট বললে বরং আমরা তখন বিরক্ত বোধ করি। এরকমই ঘটেছিল রামলীলা ছবির শ্যুটিং এর সময়ে।
advertisement
8/8
রণবীর নিজেই স্বীকার করেছেন, তাঁরা খুব মন দিয়ে পরস্পরকে চুমু খাচ্ছিলেন। তবে তার মধ্যে অভিনয় ছিল না। পরস্পরের মধ্যে তাঁরা ডুব দিয়েছিলেন।
রণবীর নিজেই স্বীকার করেছেন, তাঁরা খুব মন দিয়ে পরস্পরকে চুমু খাচ্ছিলেন। তবে তার মধ্যে অভিনয় ছিল না। পরস্পরের মধ্যে তাঁরা ডুব দিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement