Deepika-Ranveer Daughter Name: মেয়ের নামকরণে চমক! বিরাট অনুষ্কার মেয়ের নামের সঙ্গে মিলিয়ে নাম? সুপারস্টার দীপিক-রণবীরের সন্তানের নামের চর্চায় উত্তাল নেটদুনিয়া
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: এবার মেয়ের নাম নিয়ে চলছে নানা চর্চা৷ অনেকের আলোচনায় উঠে আসছে যে বিরাট-অনুষ্কার মেয়ের নাম ভমিকার সঙ্গে নাম মিলিয়ে রাখতে পারেন দীপবীর৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের ভক্তরা 'আর' অক্ষর দিয়ে শুরু করে তাঁদের মেয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। এই নামটি হল রবিকা, যা দুটি নামের সমন্বয়ে তৈরি হয়েছে। এই নামটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মার মেয়ে ভামিকার মতো শোনাচ্ছে। 'K' অক্ষরটি দীপিকার কাছ থেকে নেওয়া হয়েছে এবং 'R' এবং 'V' অক্ষর নেওয়া হয়েছে রণবীরের কাছ থেকে। একজন ব্যবহারকারী দীপিকা ও রণবীরের নাম মিলিয়ে 'রাধিকা' নামটি সাজেস্ট করেছেন, অন্য কেউ 'রুহানি' সাজেস্ট করেছেন।
advertisement
advertisement