স্মৃতি ছাড়াও প্রাক্তন প্রেমের চিহ্ন বছরের পর বছর শরীরে বয়ে নিয়ে বেড়ানো সহজ কথা নয় ৷ কিন্তু দীপিকা পাড়ুকোনের কথা আলাদা ৷ লজ্জায় লুকিয়ে রাখা নয় বরং সদর্পেই শরীরে অটুট রেখেছেন প্রাক্তন প্রেমিকের নাম ৷ কথা হচ্ছে দীপিকার বিখ্যাত ‘আরকে’ ট্যাটুর ৷
advertisement
2/6
রণবীর সিংয়ের ঘরণী হওয়ার পর থেকে মাঝেমাঝেই বিভিন্ন ছবিতে দীপিকার নিটোল পিঠে অনুপস্থিত আরকে ট্যটু ৷ এমন ছবি প্রকাশ্যে আসতেই ফ্যানেদের মধ্যে গুঞ্জন ৷ তাহলে কী অবশেষে মুছেই ফেললেন বহুল আলোচিত সেই ট্যাটু?
advertisement
3/6
বর্তমানে মেঘনা গুলজারের পরিচালনায় ‘ছপক’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন ৷ তার মাঝেই একটি ওয়েবসাইটের জন্য গুগলে সবথেকে বেশি দীপিকাকে নিয়ে যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে তার উত্তর দিলেন বাজিরাওয়ের মস্তানি ৷
advertisement
4/6
সেই তালিকার প্রথমেই সবথেকে বেশিবার সার্চ করা প্রশ্নই হল আরকে ট্যাটু কী মুছে ফেলেছেন রণবীর সিংয়ের ঘরণী দীপিকা? প্রশ্ন পেয়ে সেলুলয়েডের রানী পদ্মাবতী গালে টোল ফেলা মনমোহিনী হাসিটি হেসে ফ্যানেদের উদ্দেশে শুধু চোখ টিপলেন ৷
advertisement
5/6
‘বচনা এ হাসিনো’র ফ্লোর থেকে প্রেম শুরু হয়েছিল দীপিকা-রণবীর কাপুরের ৷ দু’বছর পর তা ভেঙেও যায় ৷ সে সময়ই ঘাড়ে ‘আরকে’ লেখা ট্যাটু করিয়েছিলেন দীপিকা ৷ photo source collected
advertisement
6/6
এর আগে রণবীর কাপুরের নামে করা ট্যাটু মুছে ফেলার প্রসঙ্গে দীপিকা জানিয়েছিলেন, ট্যাটু নিয়ে তিনি বিন্দুমাত্র লজ্জিত নন ৷ তাই এই ট্যুটু মুছে ফেলারও কোনও চেষ্টা করবেন না তিনি ৷ তবে সে সময়ের কথা আলাদা ৷ তখনও বলিউডের এনার্জি বয় রণবীর সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েননি ৷