Deepika-Ranveer: হাতে এক মাসও নেই! দীপিকা-রণবীরের সন্তানকে নিয়ে বড় ইঙ্গিত? ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:
যদিও গর্ভাবস্থা নিয়ে যথেষ্ট ঢাকঢাক-গুড়গুড় বজায় রেখেছেন দীপিকা-রণবীর। তার মধ্যেই একটি ইনস্টাগ্রাম পোস্ট জল্পনা উস্কে দিল।
1/10
ছেলে হবে না কি মেয়ে? গর্ভাবস্থার দশ মাস এই জল্পনা চলতেই থাকে। এক কৌতূহল ঘিরে থাকে দম্পতিদের। বলিউডের সবচেয়ে চর্চিত জুটি দীপিকা-রণবীরও বোধহয় এর ব্যতিক্রম নন।
ছেলে হবে না কি মেয়ে? গর্ভাবস্থার দশ মাস এই জল্পনা চলতেই থাকে। এক কৌতূহল ঘিরে থাকে দম্পতিদের। বলিউডের সবচেয়ে চর্চিত জুটি দীপিকা-রণবীরও বোধহয় এর ব্যতিক্রম নন।
advertisement
2/10
সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। সেই নিয়ে নেটদুনিয়ায় উত্তেজনা তুঙ্গে। প্রথম সন্তানের মুখ দেখার জন্য তর সইছে না রণবীর সিংয়ের। মাস খানেক আগে নিজেই জানিয়েছিলেন সে কথা।
সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। সেই নিয়ে নেটদুনিয়ায় উত্তেজনা তুঙ্গে। প্রথম সন্তানের মুখ দেখার জন্য তর সইছে না রণবীর সিংয়ের। মাস খানেক আগে নিজেই জানিয়েছিলেন সে কথা।
advertisement
3/10
যদিও গর্ভাবস্থা নিয়ে যথেষ্ট ঢাকঢাক-গুড়গুড় বজায় রেখেছেন দীপিকা-রণবীর। তার মধ্যেই একটি ইনস্টাগ্রাম পোস্ট জল্পনা উস্কে দিল।
যদিও গর্ভাবস্থা নিয়ে যথেষ্ট ঢাকঢাক-গুড়গুড় বজায় রেখেছেন দীপিকা-রণবীর। তার মধ্যেই একটি ইনস্টাগ্রাম পোস্ট জল্পনা উস্কে দিল।
advertisement
4/10
সম্প্রতি নামী ব্র্যান্ড থেকে একটি উপহার অর্ডার করেছেন দীপিকা। কাগজে মোড়া সেই উপহারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তারা লিখেছে, “এটা দীপিকার জন্য।’’
সম্প্রতি নামী ব্র্যান্ড থেকে একটি উপহার অর্ডার করেছেন দীপিকা। কাগজে মোড়া সেই উপহারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তারা লিখেছে, “এটা দীপিকার জন্য।’’
advertisement
5/10
কী আছে তাতে? ছবিতে দেখা যাচ্ছে, বাদামি কাগজে মোড়া একটা বাক্স। হালকা নীল স্ট্রিং দিয়ে বাঁধা। তা থেকে ঝুলছে সেরামিকের ছোট ছোট মাছ, তারা, বৃত্ত। সবগুলো নীল আর সাদা রঙের। এ থেকে ভক্তদের অনুমান, দীপিকা-রণবীর পুত্র সন্তানের আশা করছেন।
কী আছে তাতে? ছবিতে দেখা যাচ্ছে, বাদামি কাগজে মোড়া একটা বাক্স। হালকা নীল স্ট্রিং দিয়ে বাঁধা। তা থেকে ঝুলছে সেরামিকের ছোট ছোট মাছ, তারা, বৃত্ত। সবগুলো নীল আর সাদা রঙের। এ থেকে ভক্তদের অনুমান, দীপিকা-রণবীর পুত্র সন্তানের আশা করছেন।
advertisement
6/10
দু’দিন আগেই দীপিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে গুজব ছড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল হাসপাতালের একটি মর্ফ ছবি।
দু’দিন আগেই দীপিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে গুজব ছড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল হাসপাতালের একটি মর্ফ ছবি।
advertisement
7/10
সেখানে পুত্র সন্তান কোলে দাঁড়িয়ে রণবীর, পাশে বেডে হাসি মুখে শুয়ে রয়েছেন দীপিকা। তবে গুজব যেমন দ্রুত গতিতে ছড়িয়েছিল, থিতিয়েও গিয়েছে তেমনই।
সেখানে পুত্র সন্তান কোলে দাঁড়িয়ে রণবীর, পাশে বেডে হাসি মুখে শুয়ে রয়েছেন দীপিকা। তবে গুজব যেমন দ্রুত গতিতে ছড়িয়েছিল, থিতিয়েও গিয়েছে তেমনই।
advertisement
8/10
ছয় বছর প্রেমের পর ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তারপর চলতি বছরের গোড়ার দিকে একটি ইনস্টাগ্রাম পোস্টে মা হতে চলার খবর জানিয়েছিলেন দীপিকা। পোস্ট করেছিলেন সদ্যোজাতর জামা-জুতোর ছবি। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে।
ছয় বছর প্রেমের পর ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তারপর চলতি বছরের গোড়ার দিকে একটি ইনস্টাগ্রাম পোস্টে মা হতে চলার খবর জানিয়েছিলেন দীপিকা। পোস্ট করেছিলেন সদ্যোজাতর জামা-জুতোর ছবি। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে।
advertisement
9/10
জানা গিয়েছে, আপাতত কাজ থেকে ছুটি নিয়েছেন দীপিকা। মা হওয়ার পর শুধু সন্তানেরই দেখভাল করতে চান তিনি। সে জন্য ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
জানা গিয়েছে, আপাতত কাজ থেকে ছুটি নিয়েছেন দীপিকা। মা হওয়ার পর শুধু সন্তানেরই দেখভাল করতে চান তিনি। সে জন্য ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
advertisement
10/10
দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “দীপিকা শিশুদের খুব ভালবাসেন। মায়ের কর্তব্য পালন করতে চান। তাই কোনও ন্যানি রাখবেন বলে ঠিক করেছেন। একরত্তির যত্নআত্তি তিনি নিজেই করবেন।’’
দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “দীপিকা শিশুদের খুব ভালবাসেন। মায়ের কর্তব্য পালন করতে চান। তাই কোনও ন্যানি রাখবেন বলে ঠিক করেছেন। একরত্তির যত্নআত্তি তিনি নিজেই করবেন।’’
advertisement
advertisement
advertisement