Raghu Dakat: শিলিগুড়িতে ধুন্ধুমার কাণ্ড! ভর সন্ধ্যায় পড়ল 'ডাকাত'! ছুটে এল দূর-দূরান্তের মানুষ, তারপরই শুরু...
- Reported by:Ricktik Bhattacharjee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Raghu Dakat: শিলিগুড়ির বুকে হঠাৎ 'ডাকাত' নামতেই যে উন্মাদনা, তা যেন ছাপিয়ে গেল সবকিছু। ভিড়, চিৎকার, উল্লাসে মুহূর্তেই উৎসবের আবহ তৈরি হল শহরে। আসল ডাকাত নয়, তবুও এই 'ডাকাত আগমনে শিলিগুড়ির সাধারণ মানুষ পেলেন এক স্মরণীয় সন্ধ্যা।
advertisement
শহরের বিভিন্ন প্রান্ত ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, মালবাজার থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন দেবকে এক ঝলক দেখার জন্য। কেউ দুপুর ১২টা থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, আবার কেউ গাছের মগডালে উঠে দেবকে দেখতে চান। বিকেল ৫টায় জমকালো গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান, আর সন্ধ্যা সাড়ে ছ’টায় দেব মঞ্চে উঠতেই চিৎকারে মুখরিত হয়ে ওঠে গোটা শপিংমল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো—কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ আবার পুলিশের ব্যারিকেড টপকে দেবের কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন। এমনকি আশি ছুঁইছুঁই এক বৃদ্ধা মহিলা দেবকে আশীর্বাদ দিতে মঞ্চে উঠে পড়েন। অন্যদিকে, এক ক্ষুদে ভক্তও সাহস করে মঞ্চে উঠে পড়ে দেবের কাছে। অভিনেতা নিজে বয়স্ক মহিলা ও শিশুটিকে জড়িয়ে ধরতেই দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement






