ক্যানসার শুরু থেকেই জানান দেয়, আমরা অবহেলা করি, শরীরে এই ১০ উপসর্গ এক সপ্তাহের বেশি থাকলে ভয়ের, হয়তো ক্যানসার থাবা বসিয়েছে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ক্যানসারকে হারানোর প্রথম শর্তই হল সঠিক সময়ে ক্যানসার শনাক্ত করা। যত তাড়াতাড়ি ক্যানসারের উপসর্গ শনাক্ত করা যায়, চিকিৎসা ততটাই সফল হওয়ার সম্ভাবনা থাকে
ক্যানসারকে হারানোর প্রথম শর্তই হল সঠিক সময়ে ক্যানসার শনাক্ত করা। যত তাড়াতাড়ি ক্যানসারের উপসর্গ শনাক্ত করা যায়, চিকিৎসা ততটাই সফল হওয়ার সম্ভাবনা থাকে। ক্যানসার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে চিকিৎসা কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। একটি প্রথম সারির সংবাদপত্রে মেদান্তা – দ্য মেডিসিটি-র রেডিয়েশন অনকোলজি বিভাগের চেয়ারপার্সন ডা. তেজিন্দর কাটারিয়া বলেন, শরীরে যদি এই ১০ টি উপসর্গ এক সপ্তাহের বেশি থাকে, তবে সাবধান, হয়তো ক্যানসার বাসা বেঁধেছে শরীরে। কোন ৭কোন উপসর্গ অবহেলা করা যাবে না?
advertisement
advertisement
advertisement
নতুন গাঁঠ বা পরিবর্তিত গাঁঠ-- গলা, বগল বা কুঁচকিতে নতুন কোনও গাঁঠ বা ফোলাভাব দেখা দিলে, তা সংক্রমণ বা প্রদাহের লক্ষণ হতে পারে, তবে এটি অস্বাভাবিক কোষ বৃদ্ধির ইঙ্গিতও হতে পারে। যদি গাঁঠটি শক্ত অনুভূত হয়, সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়, বা সহজে না সারে, তাহলে এটি স্তন, অণ্ডকোষ বা লিম্ফ সংক্রান্ত ক্যানসারের লক্ষণ হতে পারে।
advertisement
ত্বক বা তিলের পরিবর্তন--আপনার ত্বকে কোনও নতুন গাঁঠ, ফুসকুড়ি বা তিল দেখা দিলে, অথবা কোনও পুরনো তিলের আকার, রং বা আয়তনে পরিবর্তন হলে, কিংবা তিলটি যদি চুলকায় বা তিল থেকে রক্তপাত হয়, তবে সাবধান। মেলানোমা (ত্বকের ক্যানসারের একটি মারাত্মক রূপ) চিহ্নিত করতে ABCDE নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ—এটি হল: Asymmetry (অসমতা), Border (ধারের অস্পষ্টতা বা অস্বাভাবিকতা), Color (রঙের পরিবর্তন), Diameter (ব্যাস বা আয়তনের বৃদ্ধি), এবং Evolving (সময়ে সময়ে পরিবর্তিত হওয়া)।
advertisement
advertisement
লাগতার কাশি বা গলার স্বর ভেঙে যাওয়া--যদি কাশি কয়েক সপ্তাহের বেশি সময় ধরে থাকে, বিশেষ করে যদি শুকনো কাশি হয়, কাশির সঙ্গে রক্ত উঠে আসে, তাহলে তা শুধুমাত্র সংক্রমণ নয়, আরও কিছু গুরুতর কারণও থাকতে পারে। এটি ফুসফুস, গলা বা থাইরয়েড ক্যানসারের লক্ষণ হতে পারে। টিউমার যদি শ্বাসনালী বা তার আশপাশের টিস্যুগুলিকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে ক্রমাগত গলায় জ্বালা এবং কাশি হতে পারে।
advertisement
advertisement
advertisement
প্রস্রাব বা মলের অভ্যাসে পরিবর্তন-- মলের অভ্যাসে পরিবর্তন যেমন দীর্ঘস্থায়ী ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য বা মলের সঙ্গে রক্ত, কিংবা প্রস্রাবে জ্বালা বা রক্ত দেখা যাওয়ার মতো উপসর্গগুলি বৃহদান্ত্র, মূত্রথলি বা প্রস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। যদি এই উপসর্গগুলো দীর্ঘদিন ধরে থাকে তাহলে ভয়ের।
advertisement
advertisement
advertisement
