Paddy Cultivation: ধানক্ষেতে ভয়ানক শোষক পোকার আক্রমণ, ছাইয়ের মতো ঝরে পড়ছে ফসল! সিউড়িতে ধান চাষে চরম ক্ষতি, সরকারি সাহায্যের আশায় চাষিরা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Paddy Cultivation: চাষিদের দাবি, দুর্গাপুজোর পর থেকেই শোষক পোকার হানা শুরু হয়। তবে গত দশদিনে ভয়াবহতা বহুগুণ বেড়েছে। নিয়মিত কীটনাশক প্রয়োগ করেও ফল মেলেনি।
সিউড়ি-১ ব্লকের বিস্তীর্ণ ধানক্ষেতে শোষক পোকার ভয়াবহ আক্রমণে বিপর্যস্ত চাষিরা। বিশেষ করে ভুরকূনা পঞ্চায়েতের পানুরিয়া, ভূরকূনা, কামারডাঙা, মেহেরপুর ও ইঁটেকোলা গ্রামগুলিতে চাষের অবস্থা সবচেয়ে খারাপ। ধানের শীষে লালচে দাগ, পরে পুড়ে যাওয়া ও ছাইয়ের মতো ঝরে পড়ছে ধান। চাষিদের মতে, এই ধান আর খাওয়ার উপযোগী নয়, খড় হিসেবেও নয়। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement
advertisement
