২০১৬ সালে তাঁর ‘স্লাম্বার পার্টি’ গানের সেটে স্যামের সঙ্গে প্রথম আলাপ ব্রিটনির
3/ 10
প্রথম দর্শনেই স্যামকে মনে ধরেছিল ব্রিটনির৷ প্রথম ফোন করেছিলেন তিনি-ই৷ এর পর বন্ধুত্ব থেকে দুরন্ত প্রেমে সম্পর্ক রূপান্তরিত হতে সময় লাগেনি৷
4/ 10
২০২১-এর সেপ্টেম্বরে তাঁদের এনগেজমেন্ট ঘোষণা করেন ব্রিটনি ও স্যাম
5/ 10
স্যামের সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বাও হয়েছিলেন ব্রিটনি৷ কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর মিসক্যারেজ হয়ে যায়
6/ 10
ঘনিষ্ঠ বন্ধুরাই শুধুমাত্র আমন্ত্রিত ছিলেন ব্রিটনি ও স্যামের বিয়ের অনুষ্ঠানে
7/ 10
ম্যাডোনা, প্যারিস হিলটন ও ড্রিউ ব্যারিমোরের মতো তারকারা আমন্ত্রিত ছিলেন ব্রিটনির বিয়েতে
8/ 10
জানা গিয়েছে, বিশ্বখ্যাত ইতালীয় সংস্থা ‘ভারস্যাচে’-এর গাউনে সেজেছিলেন ব্রিটনি
9/ 10
ব্রিটনি যখন বিয়ে করতে আসেন নববধূর সাজে, প্রেক্ষাপটে বাজানো হয়েছিল এলভিস প্রিসলের ‘ফলিং ইন লভ’
10/ 10
স্যামের থেকে ব্রিটনির বয়সের পার্থক্য ১০ বছরেরও বেশি৷ এর আগে ব্রিটনির সংক্ষিপ্ত বিবাহিত জীবন ছিল জেসন আলেকজান্ডারের সঙ্গে৷ পপতারকার আগের পক্ষের ছেলেরা অবশ্য তাঁর দ্বিতীয় বিয়েতে অংশ নেননি৷